Header Ads

ad728
  • Breaking News

    আওয়ামী আমল : পূজা হবে ঘরে, ঈদ হবে দূরে


    আওয়ামীলীগের আমলে এবার অভাবনীয় বিষয় লক্ষ্য করা যাচ্ছে। এবার আওয়ামী সরকার নিজ পৃষ্ঠপোষকতায় প্রত্যেক স্কুলে, কলেজে ও ইউনিভার্সিটিতে, সরকারী প্রতিষ্ঠানে এমনকি সুপ্রীম কোর্ট পর্যন্ত বন্ধ করে পূজার আয়োজন করেছে। অথচ সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় উৎসব কোরবানীর ব্যাপারে সরকার নিয়েছে ঠিক উল্টো পদক্ষেপ। মুসলমানদের কোরবানী ঈদ কিভাবে দূরে ঠেলা যায় সেই কার্যক্রমে লিপ্ত হয়েছে। গত ২ বছর যাবত- ‘নির্ধারিত স্পটে কোরবানী’র নামে উদ্দেশ্যমূলকভাবে মুসলমানদের কোরবানীকে সংকুচিত করতে চাইছে। যদিও জনগণ বার বার সেই কার্যক্রম প্রত্যাখ্যান করে ছুড়ে ফেলেছে। কিন্তু তারপরও তৃতীয় বছরে এসে সেই কার্যক্রম সফল করতে ঈদ আসার ৭ মাস আগেই নিয়েছে কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রত্যেক জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে, কিভাবে ১০০% কোরবানী দূরে ঠেলার কার্যক্রম সফল করা যায় তার পদ্ধতি নিয়ে আলোচনা করতে। এ জন্য প্রত্যেক জেলা প্রশাসক কার্যালয়ে মিটিংও ডাকা হয়েছে।

    আসলে আমার মনে হয়, এত ঝামেলা করার দরকার নেই। আওয়ামী সরকার বাংলাদেশে প্রত্যেক মুসলমানের জন্য পূজা বাধ্যতামূলক করে গরু কোরবানী জবাই নিষিদ্ধ করে দিলেই সব সমস্যা চুকেবুকে যায়। শুধু শুধু এত কষ্ট করার দরকার কি ??

    জয় বাংলা, জয় হিন্দুরাজ্য !!

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728