হিন্দুদের গোমর ফাঁস করে কোন খবর ছাপায় ইনকিলাবের সম্পাদকসহ তিনজন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বাংলাদেশে কি হিন্দুদের রামরাজত্ব কায়েম হয়ে গেছে ?
সম্প্রতি দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিনসহ তিনজন সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত (http://goo.gl/J8bNup)। তাদের দোষ, গত ২০১৪ সালের ১৮ আগস্ট তারিখে দৈনিক ইনকিলাবে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ার্দার নাম এক হিন্দু পুলিশ নিয়ে রিপোর্ট করে তারা। প্রলয় কুমার জোয়ার্দার যে পুলিশে হিন্দু বাহিনী তৈরী করছে সেটা ফাঁস করা হয় উক্ত খবরে। (ইনকিলাবে প্রকাশিত খবরটি পড়তে-http://goo.gl/YC40Fe)।
এ খবর প্রকাশের পর ইনকিলাব সম্পাদক-সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়। অফিসে চলে পুলিশি অভিজান (http://goo.gl/wFB8XH), গ্রেফতার করা হয় বার্তা সম্পাদককে, রিমান্ড হয় ৫ দিনের। এখন সেই মামলায় নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় গত ২০ মার্চ। উল্লেখ্য যে মামলায় গ্রেফতারি পারোয়ানা জারি হয়েছে, তা জামিন অযোগ্য এবং নির্ঘাত ৭-১৪ বছর জেল হবে ইনকিলাব সম্পাদক-সাংবাদিকের। বর্তমানে ইনকিলাব সম্পাদক পলাতক অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের পত্রিকাগুলোতে কোন খবর আসা এবং সেটা ক্রিয়া-প্রতিক্রিয়া দেখার দায়িত্ব সরকার দিয়েছে প্রেস কাউন্সিল নামক একটি সংস্থার উপর। সংবাদ প্রকাশের স্বাধীনতা ও পত্রিকাগুলোর দেখ-ভালো করার দায়িত্ব প্রেস কাউন্সিলের। পত্রিকাগুলোর আপদে বিপদে এগিয়ে আসার কথা তাদেরই, কোন দুর্ঘটনা ঘটলে সেখানেই করা হয়েছে বিচার-আচারের ব্যবস্থা। কিন্তু দুঃখের বিষয় এই প্রেস কাউন্সিল নামক সংস্থার সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে শ্যামল চন্দ্র কর্মকার নামক এক গোড়া হিন্দুত্ববাদীকে। এই শ্যামল চন্দ্র কর্মকার সংবাদপত্রগুলো দেখভালো করবে কখন, সে শুধু আছে তার হিন্দুয়ানী স্বার্থ নিয়ে। কোন পত্রিকায় হিন্দুদের গোমর ফাঁস করে কোন খবর ছাপা হলে তাকে কিভাবে নাজেহাল করা যায় সেই তালে থাকে এই শ্যামল চন্দ্র কর্মকার।
সত্যিই ফিলিস্তিনের মত এক ভয়ঙ্কর অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যেখানে সংখ্যাগুরুরা নির্যাতিত হয় সংখ্যালঘুদের দ্বারা।
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteবাংলাদেশের অনলাইন এর বিস্তারিত সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন - Visit our Website
ReplyDeleteবাংলাদেশের অনলাইন এর বিস্তারিত সব ধরনের সংবাদ পেতেক্লিক করুন
ReplyDelete