দাড়ি-টুপি, সন্ত্রাসী, চাপাতি ও মানবতা
সম্প্রতি ভারতীয় মিডিয়ায় যে ভিডিওটি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়, সেটা হলো-- এক দাড়ি-টুপি ওয়ালা মুসলিম কর্তৃক এক হিন্দু দোকানদারের জীবন রক্ষা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়,
গত মঙ্গলবার, পেশায় দর্জি নাসিরুদ্দিন সাহেব (দাড়ি-টুপি পরিহিত), মুম্বাইয়ের একটি দোকানে মোবাইল কেনার পরে, মোবাইলের দাম পরিশোধের জন্যে ‘থলে’ থেকে পয়সা বের করছিলেন। ঠিক সেই সময়, ধারালো তলোয়ার হাতে নিয়ে স্থানীয় এক দুষ্কৃতি, আচমকা দোকানে ঢুকে, শারীরিকভাবে প্রতিবন্ধী দোকানের মালিক ঠাকুর-কে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। চোখের সামনে এমন ঘটনা দেখার পরে মনসুর সাহেব আর দাঁড়িয়ে থাকতে পারেননি। নিজের জীবনের পরোয়া না করে তিনি সেই রক্তপিপাসু দুষ্কৃতির উপর ঝাঁপিয়ে পড়েন এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে ঠাকুরজীকে রক্ষা করেন।
ঠাকুরজীর কথায়, “সেই ফেরেস্তা (নাসিরুদ্দিন) না থাকলে আমি আর কোনোদিন কথা বলতে পারতাম না।“
আপনি যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে একজনকে রক্ষা করলেন, তাতে আপনার নিজেরও চরম ক্ষতি হতে পারতো, এমন প্রশ্ন করা হলে নাসিরুদ্দিন খুদাবক্স মনসুরি বলেন- “ যখন আপনার সামনে অন্যকে আক্রমন করা হচ্ছে, তখন নিজের জীবনের কথা না ভেবে অন্যকে রক্ষা করাই হল আমাদের সকলের কর্তব্য, এটাই হল আসল মানবতা।”
গত মঙ্গলবার, পেশায় দর্জি নাসিরুদ্দিন সাহেব (দাড়ি-টুপি পরিহিত), মুম্বাইয়ের একটি দোকানে মোবাইল কেনার পরে, মোবাইলের দাম পরিশোধের জন্যে ‘থলে’ থেকে পয়সা বের করছিলেন। ঠিক সেই সময়, ধারালো তলোয়ার হাতে নিয়ে স্থানীয় এক দুষ্কৃতি, আচমকা দোকানে ঢুকে, শারীরিকভাবে প্রতিবন্ধী দোকানের মালিক ঠাকুর-কে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। চোখের সামনে এমন ঘটনা দেখার পরে মনসুর সাহেব আর দাঁড়িয়ে থাকতে পারেননি। নিজের জীবনের পরোয়া না করে তিনি সেই রক্তপিপাসু দুষ্কৃতির উপর ঝাঁপিয়ে পড়েন এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে ঠাকুরজীকে রক্ষা করেন।
ঠাকুরজীর কথায়, “সেই ফেরেস্তা (নাসিরুদ্দিন) না থাকলে আমি আর কোনোদিন কথা বলতে পারতাম না।“
আপনি যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে একজনকে রক্ষা করলেন, তাতে আপনার নিজেরও চরম ক্ষতি হতে পারতো, এমন প্রশ্ন করা হলে নাসিরুদ্দিন খুদাবক্স মনসুরি বলেন- “ যখন আপনার সামনে অন্যকে আক্রমন করা হচ্ছে, তখন নিজের জীবনের কথা না ভেবে অন্যকে রক্ষা করাই হল আমাদের সকলের কর্তব্য, এটাই হল আসল মানবতা।”
বলাবাহুল্য, সম্প্রতি আরএসএস সংখ্যালঘুদের ধর্মীয় পোষককে সন্ত্রাসীদের পোষাক হিসেবে একচেটিয়া প্রচার করে যাচ্ছে, সেখানে এ ধরনের একটি ভিডিও প্রকাশের পর তারা কেন বোবা রয়েছে, তা বোঝা যাচ্ছে না।
অন্যদিকে অনেক তথাকথিত সেক্যুলার গোষ্ঠী এখবরটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, হয়ত তারা দাড়ি-টুপি ওয়ালাদের বড় করে প্রচার করতে চান না
কিংবা দাড়ি-টুপি ওয়ালাদের মধ্যে মানবতা রয়েছে এটা বিশ্বাস করেন না
কিংবা হয়ত প্রচার করতে চান-- দাড়ি-টুপি ওয়ালারাই হচ্ছে প্রকৃত সন্ত্রাস ও চাপাতির ধারক-বাহক, সেখানে তাদের দ্বারা এত মহৎ কাজ কি করা সম্ভব ??
কিংবা দাড়ি-টুপি ওয়ালাদের মধ্যে মানবতা রয়েছে এটা বিশ্বাস করেন না
কিংবা হয়ত প্রচার করতে চান-- দাড়ি-টুপি ওয়ালারাই হচ্ছে প্রকৃত সন্ত্রাস ও চাপাতির ধারক-বাহক, সেখানে তাদের দ্বারা এত মহৎ কাজ কি করা সম্ভব ??
১) সিসিটিভির ভিডিও লিঙ্ক: https://www.youtube.com/watch?v=jutcGSD2TBU
২) খবর-- http://eisamay.indiatimes.com/…/on…/articleshow/48470006.cms
৩) খবর-- http://www.hindustantimes.com/…/caugh…/article1-1379746.aspx
২) খবর-- http://eisamay.indiatimes.com/…/on…/articleshow/48470006.cms
৩) খবর-- http://www.hindustantimes.com/…/caugh…/article1-1379746.aspx
No comments