বাংলাদেশ কেন বিশ্বের বুকে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ? - (৪)
আমি আগের তিন পর্বে (প্রথম-https://goo.gl/HfoTIH, দ্বিতীয়-https://goo.gl/K6r6hp, তৃতীয়-https://goo.gl/aLUpgC) দেখিয়েছি, সম্রাজ্যবাদীদের ভবিষ্যত প্ল্যান বাস্তবায়নের জন্য বাংলাদেশ ভূ-রাজনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। তবে শুধু ভূ-রাজনৈতিক অবস্থানের জন্য নয়, বাংলাদেশে ব্যাপক খনিজের (এনার্জি) সন্ধান লাভও বাংলাদেশকে পৃথিবীর বুকে অন্যতম গুরুত্বপূর্ণ করে তুলেছে।
এ সম্পর্কে ২০১৪ সালের ১৪ই নভেম্বর আন্তর্জাতিক ম্যাগাজিন ডিপ্লোম্যাটে একটি আর্টিকেল ছাপা হয়, যার শিরোনাম ছিলো- “বাংলাদেশ কি এশিয়ার নতুন এনার্জি সুপার পাওয়ার ?”
আর্টিকেলটিতে বলা হয়- “Bangladesh’s natural gas reserves are now estimated at 200 trillion cubic feet, the largest supply in the Asia-Pacific.” অর্থ- বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মজুদ ২০০ ট্রিলিয়ন ঘন ফুট, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ”। (http://goo.gl/t4C6Rl)
সম্প্রতি সম্রাজ্যবাদীরা যে উপকূলীয় এলাকায় গভীর সমুদ্রবন্দরসহ নানান ধরনের ঘাটি গাড়তে চাইছে, চট্টগ্রাম/পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলের স্বাধীনতা চাইছে (উপজাতি ও হিন্দুরা) এর অন্যতম কারণও এই বিরাট গ্যাস মজুদ।
মূলতঃ বাংলাদেশে যেন সম্রাজ্যবাদীদের সেই ঘাটি নির্মাণে বাধা না দেয়, সে কারণেই কথিত আইএস হামলা। “হয় উপকূলীয় এলাকায় ঘাটি তৈরী করতে দাও, নয়ত গুন্ডা বাহিনী আইএস দিয়ে তোমাদের দেশে অরাজকতা চালাবো । তখন আইএস দমনের অজুহাত দিয়ে বাংলাদেশে ঢোকাকে বৈধ করা হবে ।” -এই হলো আমেরিকার নীতি। আমেরিকার এই কূট-নীতির সামনে বাংলাদেশ কতটুকু শক্ত থাকে সেটাই এখন দেখার বিষয়।
তথ্যসূত্র:
১) http://thediplomat.com/…/bangladesh-asias-new-energy-super…/
২) http://www.thedailystar.net/bangladesh-asias-new-energy-sup…
No comments