ভূমিকম্পের ক্ষতি নিয়ে সাম্প্রদায়িকরণ খবর কেন হে দাদা ???
কিছুক্ষণ আগে ভারতের সনামধন্য ‘এবিপি লাইভ’ সাইটের একটা খবর দেখে অবাক হলাম। সেখানে নেপালের রাজধানী কাঠমান্ডুর ‘ধরাহরা টাওয়ার’ এর একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, সেটা নাকি মসজিদের মিনার, যা ভূমিকম্পে ভেঙ্গে পড়েছে (http://goo.gl/LMUqjR)। অথচ ধরাহরা টাওয়ার হচ্ছে একটি ওয়াচ টাওয়ার, যা মিলিটারি কাজে ব্যবহৃত হয় (http://en.wikipedia.org/wiki/Dharahara)। টাওয়ারটির উপরের অংশ দেখলে মসজিদের মিনারের মত মনে হলেও, পুরো ছবি দেখলে স্পষ্ট হয়, এটা মুসলমানদের স্থাপনা নয় (http://blog.nepaladvisor.com/dharahara/), বরং হিন্দু রাষ্ট্রীয় স্থাপনা।
‘এবিপি লাইভ’ এর মত সনামধন্য মিডিয়ার এ ধরনের বিভ্রান্তিকর সাম্প্রদায়িক খবর সত্যিই সাধারণ মানুষকে হতাশাগ্রস্ত করবে।
No comments