বাংলা নববর্ষ হিন্দুদের একান্ত ধর্মীয় উৎসবের দিন
বাংলা নববর্ষ হিন্দুদের একান্ত ধর্মীয় উৎসবের দিন। এর আগের দিন হিন্দুদের চৈত্র সংক্রান্তি। আর পয়লা বৈশাখ হলো ঘট পূজার দিন। তবে যে যেভাবে যে পূজোই করুন, চৈত্র সংক্রান্তির চড়ক পূজা ও শিব ঠাকুরের শ্মরণ অর্থ হলো পূরাতন বছরের আর্বজনাকে ধ্বংস করা আর লক্ষ্মী, গনেশ, কালী পূজোর উদ্দেশ্য হলো নতুন বছর সমৃদ্ধি, শান্তি, নিরাপত্তার সাথে উপভোগ করা। চৈত্রসংক্রান্তি ও পয়েলা বৈশাখ এগুলো প্রাচীন বৈদিক সংস্কৃতিরও অংশ।
বাঙ্গালী হিন্দুরা আহবমানকাল ধরে চৈত্রসংক্রান্তির দিন ও পয়লা বৈশাখে পর্যায়ক্রমে এসকল দেবতা ও দেবীর পূজো করে থাকে – যেগুলো চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উদযাপনের অংশ। কোন কোন অঞ্চলে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা হয় (মূলতঃ শিবের পূজো), কোথাও লক্ষ্মী ও গণেশের পূজা হয় পয়লা বৈশাখ তারিখে অর্থাৎ বাংলা নববর্ষের দিন। প্রত্যেক হিন্দু ব্যবসায়িক প্রতিষ্ঠানে এইদিন গণেশ ও লক্ষ্মীর পুজা করে। কলকাতার কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে গণেশ ও লক্ষ্মীর প্রতিমা এবং হালখাতা নিয়ে অনেকে এই দিন সকালে পূজা প্রদান করতে যায়। পূজা হয় গঙ্গাতীরে ও পশ্চিমবঙ্গের অন্যান্য মন্দিরেও। দুর্গামূর্তির ডানদিকে অথবা কোনও কোনও ক্ষেত্রে বাঁদীকে গণেশের মূর্তি নির্মান করে পূজা করা হয়। সকালের সূর্য্যকে স্বগত জানানো তথা সূর্য্য পূঁজা করা হয় যা সম্রাট আকবরও করত।
তাই সবাইকে জানাচ্ছি আগাম পূজার শুভেচ্ছা। মনে রাখবেন ধর্ম যার যার পূজা কিন্তু সবার।
No comments