Header Ads

ad728
  • Breaking News

    আগবাড়িয়ে মোদীর আলিঙ্গন এবং জাতে ওঠার কৌশল

    খবর:
    ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: মোদির আগবাড়িয়ে আলিঙ্গন জোর করে জাতে ওঠার কৌশল
    ভারতের প্রধানমন্ত্রীর পদে আসীন নরেন্দ্র মোদির শিষ্টতাবর্জিত আচরণ নিয়ে এতদিনের নীরব কানাঘুষা এবার সরব সমালোচনায় তিক্ত হয়ে উঠেছে। সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে দেশ-বিদেশের দৈনিকগুলোও মোদির অশোভন আলিঙ্গন নিয়ে লম্বা লম্বা প্রতিবেদন ছাপা শুরু করেছে।
    ২০১৫ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আলিঙ্গনের পর থেকে মোদির এ ‘অযাচিত আলিঙ্গন’ স্বভাব গণমানুষের হাস্যরসের খোরাকে পরিণত হয়েছিল। এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ এ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ভারতে আগমন করলে মোদির আলিঙ্গনপ্রিয়তা আবারও আলোচনায় উঠে আসে। তবে এবার ভারতের প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে অত্যন্ত ‘বিশ্রীভাবে’ আলিঙ্গন করেছেন। বুকে জড়িয়ে ধরার পর ওলান্দ যখন মোদির দিক থেকে বিপরীত দিকে ঘুরছিলেন তখন মোদি পেছন থেকে ওলান্দের কোমর জড়িয়ে ধরেন।
    এই আলিঙ্গনের দৃশ্য উপস্থিত ফটোগ্রাফাররা সঙ্গে সঙ্গেই ক্যামেরাবন্দি করেন। কিছু সময়ের মধ্যেই ছবিটি ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ভারতীয় মোদির এই অস্বাভাবিক আচরণে লজ্জা পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মোদিকে ব্যঙ্গ করে টুইট করেছেন।
    মোদি পেছন থেকে ওলান্দকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করে স্বচ্ছ পলিটিক্স নামের একটি আইডি থেকে টুইট করা হয়েছে- ‘মিস্টার ও মিসেস ওলান্দ পানিপথ ভ্রমণে যাচ্ছেন’। নেহা নামের একজন লিখেছেন, ‘পৃথিবীতে মোদিই একমাত্র ব্যক্তি যে জাহাজ ছাড়াই টাইটানিক ছবি পুর্ননির্মাণ করতে পারেন’।
    আবদুল্লাহ নামের আরেকজন প্রবাসী ভারতীয় লিখেছেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রীকে কেন বলা হয়নি আলিঙ্গন ফরাসি সংস্কৃতি নয়। আর পেছন থেকে জড়িয়ে ধরা তো লজ্জাজনক’। তবে মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে যত বিশ্বনেতার সঙ্গে মিলিত হয়েছেন সবাইকেই আলিঙ্গন করেছেন এবং তিনি এটা বন্ধ করবেন বলেও মনে হয় না। এদিকে তাবড় তাবড় সব বিশ্বনেতার সঙ্গে মোদির ‘আগাবাড়িয়ে আলিঙ্গন’কে জোর করে জাতে ওঠার কৌশল হিসেবেই ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
    লিঙ্ক: https://goo.gl/u9V1hAhttp://goo.gl/xLOQls
    ---------------------------------------------------------------------
    মন্তব্য: নিচু জাতের লোক সুযোগ পেলে এমনই হয়। সবচেয়ে নিচু জাত ‘নমঃশুদ্র’ শ্রেণী থেকে প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদি শিষ্টাচার বুঝবে না কিংবা অপরকে অবলম্বন করে জাতে উঠতে চাইবে এমনটাই স্বাভাবিক, ওয়াশিংটন পোস্টের দৃষ্টিতে সেই রিপোর্টই উঠে এসেছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728