বর্তমানে ফেসবুকে আমার কোন পেইজ বা আইডি নেই
বর্তমানে ফেসবুকে আমার কোন পেইজ বা আইডি নেই। Noyon Chatterjee
Official নামে একটি ২১ হাজার লাইক সমৃদ্ধ একটি পেইজ ছিলো। কিন্তু কিছুদিন আগে তা আনপাবলিশ করে দিয়েছে ফেবু কর্তৃপক্ষ।
Official নামে একটি ২১ হাজার লাইক সমৃদ্ধ একটি পেইজ ছিলো। কিন্তু কিছুদিন আগে তা আনপাবলিশ করে দিয়েছে ফেবু কর্তৃপক্ষ।
বর্তমানে নয়ন চ্যাটার্জি, নয়ন চ্যাটার্জী, Noyon Chatterjee
Official, নয়ন চ্যাটার্জী - Noyon Chatterji ইত্যাদি নাম প্রায় দুই ডজন পেইজ/আইডি ফেসবুকে দেখা যাচ্ছে। এ সকল পেইজ বা আইডির সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই এবং কখন ছিলোও না। এ সকল পেইজ/আইডির কোন লেখা বা আর্টিকেলের দায়ও আমার নয়। তাই এ সকল আইডির লেখা দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইলো।
আমি নতুন কোন পেইজ দ্বারা আত্মপ্রকাশ করলে সেটা আমার ওয়েসসাইটেই স্পষ্ট করে বলে দেওয়া হবে ।
সবাইকে ধন্যবাদ।

https://www.facebook.com/amiraghuda/posts/1019500778123826
ReplyDelete