পিস কমিটির মেম্বার যখন বাংলাদেশের প্রধান বিচারপতি
সাবেক বিচারক শামসুদ্দিন মানিক বলেছে- এসকে সিনহা ১৯৭১ সালে পিস কমিটির মেম্বার অর্থাৎ রাজাকার ছিলো। (https://youtu.be/8vaovK2JEOk)
অথচ এসকে সিনহা এখন বাংলাদেশের প্রধানবিচারপতি। শুধু তাই নয় গত ২৯শে ফেব্রুয়ারী সব মিডিয়ায় খবর এসেছে এসকে সিনহা রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে ২৮ বছরের একটি পুরাতন মামলা পুনরুজ্জীবিত করেছে এবং নতুন বেঞ্চ গঠন করে আগামী ২৭ তারিখ চূড়ান্ত শুনানীর জন্য ধার্য করেছে।
(http://goo.gl/doauCQ)
(http://goo.gl/doauCQ)
এটা ভাবতে অবাক লাগছে,
এসকে সিনহার মত একজন রাজাকারের হাতে বাংলাদেশের বিচারবিভাগ ও রাষ্ট্রধর্ম নির্ভর করছে ?
এসকে সিনহার মত একজন রাজাকারের হাতে বাংলাদেশের বিচারবিভাগ ও রাষ্ট্রধর্ম নির্ভর করছে ?
তবে কি রাজাকারের হাত থেকে রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ রক্ষা করতে ’৭১ এর মত আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে ??
আপনারাই বলুন ..........................
No comments