Header Ads

ad728
  • Breaking News

    শিক্ষার্থীরা শিখছে বিকৃত কোরআন : পাঠ্যবইয়ে কোরআনের ১ আয়াত লিখতে ৫ ভুল

    ষষ্ঠ শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ের ২৮ পৃষ্ঠায় সূরা আন নিসার ১০৩ নম্বর আয়াত লিখতে গিয়ে ৫টি ভুল করা হয়েছে। এছাড়া শিরোনামে করা হয়েছে আরো ৩টি ।
    এ সম্পর্কে ইনবক্সে মুফতি মুহম্মদ আব্দুল হাই নামক একজন ধর্মীয় শিক্ষক বললেন- 
    “এখানে যে ভুলগুলো দেখা যাচ্ছে, তা প্রিন্টিং মিস্টেক নয়। ইচ্ছাকৃত ভুল। কুরআন শরীফ অবিকৃত গ্রন্থ, এখানে নতুন করে কিছু কম-বেশি করতে পারবে না। যে বা যারা কাজটি করেছে তারা পুরো জাতিকে গুনাহগার করেছে। এ সকল বই এখনই সংগ্রহ করে নষ্ট করে ফেলা উচিত, নয়ত যারা এ বই পড়বে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে”।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728