Header Ads

ad728
  • Breaking News

    ভয়াবহ পানি সঙ্কটের কারণে আইপিএল সরানোর নির্দেশ মুম্বাই কোর্টের

    দুই বছর ধরেই তীব্র খরা চলছে ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য মহারাষ্ট্রে। গত বছর খরার কারণে আত্মহত্যা করেছিলেন তিন হাজারেরও বেশি কৃষক। এখনো পানির অভাবে হাহাকার চলছে মহারাষ্ট্রে। এছাড়া দেশটির ১০ রাজ্যে চলছে ভয়াবহ খরা ও পানি সংকট। এই পরিস্থিতিতে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ, আইপিএল আয়োজনকে পানির অপচয় হিসেবে বর্ণনা করেছেন মহারাষ্ট্রের বিচারকরা। মহারাষ্ট্র থেকে আইপিএলের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার সুপারিশও করা হয়েছে মুম্বাই হাইকোর্টের পক্ষ থেকে।
    উল্লেখ্য, মহারাষ্ট্রের তিনটি শহর; মুম্বাই, পুনে ও নাগপুরে অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের ২০টি ম্যাচ। এই ম্যাচগুলোর জন্য মাঠ ও পিচ প্রস্তুত করার জন্য ব্যবহার করতে হবে বিপুল পরিমাণ পানি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাতটি ম্যাচ আয়োজনের জন্য ৪০ লাখ লিটারেরও বেশি পানি প্রয়োজন বলে জানানো হয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
    তীব্র খরায় ধুঁকতে থাকা অঞ্চলের মানুষদের কাছে এটা শুধুই অপচয়। মুম্বাইয়ের এক বিচারক ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘কীভাবে এত পানি নষ্ট করা যায়? মানুষের চেয়েও কি আইপিএল বড়? আপনারা কীভাবে এত উদাসীন হতে পারেন?’ ম্যাচগুলো মহারাষ্ট্র থেকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার সুপারিশও করা হয়েছে আদালতের পক্ষ থেকে।
    (সূত্র: http://goo.gl/Kq9Xnahttp://goo.gl/90Jeishttp://goo.gl/sUcfhk,http://goo.gl/NR0xMC)
    ---------------------------------------------------------------------------
    মন্তব্য: ভারত চেয়েছিলো বাংলাদেশের নদীগুলোতে বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানাতে। তিস্তা,ফারাক্কা, টিপাইমুখ বাঁধ দিয়ে বাংলাদেশকে পানির অভাবে ধুঁকে ধুঁকে মারতে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। ভারত এখন হয়ে গেছে পানিশূন্য। পানির অভাবে হাজার হাজার কৃষক গলায় দড়ি দিয়ে মরছে, আইপিএল খেলা বন্ধ করে দিচ্ছে কোর্ট। এজন্যই বলে- “পরের জন্য কুয়া খুঁড়লে, সে কুয়ায় নিজেকেই পড়তে হয়।”

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728