যশোরে শ্রেণীকক্ষে হিন্দু শিক্ষকের কোরআন নিয়ে কটুক্তি, এলাকাবাসীর বিক্ষোভ
যশোরের অভয়নগরে মহাকাল কলেজিয়েট স্কুলের হিন্দু শিক্ষক মনোরঞ্জন পশারী ক্লাসে ধর্মগ্রন্থ কোরআন নিয়ে কটূক্তি করেছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, গত ১৩ এপ্রিল দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে কোরআন নিয়ে অবমাননাকর কটুক্তি করে হিন্দু শিক্ষক মনোরঞ্জন পশারী । সে মুসলিম শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করে- কোরআন একটি ভুল, অযৌক্তিক ও কাল্পনিক গ্রন্থ। এ ঘটনার পর শিক্ষার্থীদের ক্ষোভ দেখা দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিভাবক ও এলাকাবাসী প্রতিবাদমুখর হয়ে ওঠেন। গত বুধবার দৈনিক নওয়াপাড়া সহ বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় ঘটনাটি প্রকাশিত হওয়ার পর উক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সমগ্র অভয়নগরবাসী বিক্ষোভে ফেটে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার অভয়নগরের চেঙ্গুটিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লীদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে চেঙ্গুটিয়া বাজার বটতলায় এক সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত মুসল্লীরা শিক্ষক মনোরঞ্জন পশারীর শাস্তি দাবি করে।
এদিকে, এলাকাবাসী এ জঘন্য ঘটনার বিচার দাবি করলেও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (হিতেন্দ্রনাথ মন্ডল), পরিচালনা পর্ষদের সদস্য (অরবিন্দু ঘোষ) এবং স্থানীয় এমপি (রণজিতকুমার রায়) হিন্দু হওয়ায় এর কতটুকু সঠিক বিচার হয় তা নিয়ে সন্দেহ ঘনীভূত হয়েছে।
No comments