পহেলা বৈশাখ এবং বাংলাদেশী মুসলমানদের অবস্থা
আমি আগেও বলেছি এখনও বলছি
বাংলাদেশের মুসলমানদের কাছে ধর্মের থেকে অধিক প্রিয় টাকা। এদের ধর্মকে কেউ গালি দিলে তারা মাঠে নামে না, কিন্তু শিক্ষা ক্ষেত্রে ভ্যাট চাইলে তারা মাঠে নামে।
বাংলাদেশের মুসলমানদের কাছে ধর্মের থেকে অধিক প্রিয় টাকা। এদের ধর্মকে কেউ গালি দিলে তারা মাঠে নামে না, কিন্তু শিক্ষা ক্ষেত্রে ভ্যাট চাইলে তারা মাঠে নামে।
এবার পহেলা বৈশাখ উপলক্ষে সেটাই দেখা গেলো। হিন্দুয়ানী পালনে মুসলমানদের ধর্ম
চলে যাচ্ছে, সেদিকে খেয়াল নাই, বোনাস পায় নাই বলে বেসরকারী চাকুরেরা কান্নাকাটি শুরু করে দিছে।
চলে যাচ্ছে, সেদিকে খেয়াল নাই, বোনাস পায় নাই বলে বেসরকারী চাকুরেরা কান্নাকাটি শুরু করে দিছে।
বুঝিনা এ বাঙালী জাতি কিভাবে উন্নতি করবে?
No comments