জাপানের ভূমিকম্প নিয়ে কিছু কথা
জাপানের অবস্থা খুব ভালো নয়। দুইদিন যাবত দফায় দফায় শক্তিশালী ভূমিকম্প চলছে। শুধু গত ২৪ ঘণ্টায় ভূমিকম্প হয়েছে ২৫২ বার। আজকে সকালে হয়েছে ৭.৪ মাত্রার ভূমিকম্প। এছাড়া অন্যান্য ভূমিকম্পগুলোও শক্তিশালী মাত্রার। ভূমিকম্পে অনেক বাড়িঘর সম্পূর্ণরূপে ধসে পড়েছে, বিলীন হয়ে গেছে দেশটির দীর্ঘতম সেতু। আতঙ্কে মানুষজন রাস্তায় অবস্থান করছে। বলা হচ্ছে, ২০১১ সালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামীতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটাই ছিলো জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাত।
মন্তব্য: জাপানকে সবাই নিরীহ দেশ হিসেবে জানে। সাংবিধানিকভাবে দেশটির কোন মিলিটারি বাহিনীও নেই, তাই সে কোন মুসলিম দেশের সেনাও প্রেরণ করতে পারে না। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে- জাপান কিন্তু মোটেও নিরীহ কোন দেশ নয়। সারা বিশ্বে ইসলাম বিরোধী কাজগুলোর যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মোটা অঙ্কের ফান্ডিং করে এই জাপান। এছাড়া মার্কিন বাহিনী ও ন্যাটো বাহিনীর বহু সদস্যকে পয়সা দিয়ে লালন-পালন করে তারা। কিছুদিন আগেও মুসলিম বিরোধী এন্টি টেরো্রিজম ফান্ডে মোটা টাকা দিয়েছে সে। এছাড়া আফগান যুদ্ধে মুসলিম নিধনে তারা প্রচুর ফান্ডিং করেছিলো দেশটি।
সৃষ্টিকর্তার কি ইচ্ছা বোঝা যাচ্ছে না, তবে ভূমিকম্প ও ভূমিধসে ধিরে ধিরে বিপর্যস্ত হয়ে যাচ্ছে জাপান নামক দেশটি।
প্রয়োজনীয় সূত্র:
১) http://goo.gl/9gr4tH
২) http://goo.gl/K40bQI
৩) http://goo.gl/qHduvg
৪) http://goo.gl/n0SyVS
৫) http://goo.gl/2I1e2S
৬) http://goo.gl/AVdc95
৭) http://goo.gl/H9S9hO
৮) http://goo.gl/66qLoE
১) http://goo.gl/9gr4tH
২) http://goo.gl/K40bQI
৩) http://goo.gl/qHduvg
৪) http://goo.gl/n0SyVS
৫) http://goo.gl/2I1e2S
৬) http://goo.gl/AVdc95
৭) http://goo.gl/H9S9hO
৮) http://goo.gl/66qLoE
No comments