তদন্ত কমিটিতে জাতীয় পূজা উদযাপন কমিটির দুই সদস্য !!
অবাক ঘটনা !!! শিক্ষককে কান ধরে উঠ-বসের ঘটনায় তদন্ত কমিটিতে জোর করে প্রবেশ করানো হয়েছে জাতীয় পূজা উদযাপন কমিটির দুই সদস্যকে !!!!
খবরে বলা হয়-
ঘটনার তদন্তে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিতে গতকাল জাতীয় পূজা উদযাপন পরিষদের দুই নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে তদন্ত কমিটির সদস্য সংখ্যা দাঁড়াল ৫-এ। তারা হলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শঙ্কর সাহা ও নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকার লিখন। ৫ সদস্যের ওই তদন্ত দলকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।(http://goo.gl/08f2W0, http://goo.gl/577khy, http://goo.gl/Lf2vuA)
উল্লেখ্য, শঙ্কর সাহা ও শিপন সরকার উভয়েরই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে গভীর সম্পর্ক বিদ্যামান, যে সংগঠনটি কিছুদিন আগে বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবি জানিয়েছিলো। (http://goo.gl/aTcHwa)
বুঝলাম না !!! শিক্ষক লাঞ্জিত হয়েছে এই ঘটনার সাথে পূজা উদযাপন কমিটির সদস্যদের সম্পর্ক কি ?? ঘটনা তো আর পূজা মণ্ডপে ঘটেনি।
তারমানে এর মাধ্যমে স্পষ্ট হলো-
পুরো ঘটনাই সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদীদের কাজ। তারাই উদ্দেশ্যমূলক ইসলাম অবমাননা করে, এবং পরে অসাম্প্রদায়িকতার কথা বলে পাবলিক সিমপ্যাথি চেয়েছে, শেষমেষ যেই উগ্র সাম্প্রদায়িকতার হাড়ি থাকার কথা সেই উগ্র সাম্প্রাদায়িক চেহারাই প্রকাশ করে দিয়েছে।
যারা এতদিন কান ধরে বলেছে, “শিক্ষকের কোন ধর্ম নেই, শিক্ষক শিক্ষকই”
সেই সকল মহান অসাম্প্রদায়িকরা এখন কোথায় ???
তদন্ত কমিটিতে পূজা উদযাপন কমিটির দুই সদস্যকে প্রবেশ করিয়ে যখন ঘটনাকে সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে, তখন কেন তারা মুখে কুলুপ এটে রেখেছে, জবাব চাই।
No comments