বাংলাদেশকে নিয়ে গভীল চক্রান্ত
আবার ফেসবুক পেইজ আবার বন্ধ করে দিছিলো, আপীল করার ২৪ ঘণ্টা পর খুলে দিছে। যাই হোক, পেইজের নামের শেষে রিটার্ন শব্দটা কেটে দিলাম। এখন পেইজের নাম শুধু Noyon Chatterjee ।
বেশি কথা বলবো না- শুধু বলবো-
আপনারা সবাই সাবধান হোন। বাংলাদেশ এক গভীর চক্রান্তের মধ্যে আপতিত। বাংলাদেশে আইসিস আছে এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছে আমেরিকা।নতুন চক্রান্ত হিসেবে তারা বলছে- বাংলাদেশে কথিত আইসিস দমনের জন্য নাকি আমেরিকা ভারতের সাথে একজোট হয়ে কাজ করছে। (http://goo.gl/1dVCf8)
আপনারা সবাই সাবধান হোন। বাংলাদেশ এক গভীর চক্রান্তের মধ্যে আপতিত। বাংলাদেশে আইসিস আছে এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছে আমেরিকা।নতুন চক্রান্ত হিসেবে তারা বলছে- বাংলাদেশে কথিত আইসিস দমনের জন্য নাকি আমেরিকা ভারতের সাথে একজোট হয়ে কাজ করছে। (http://goo.gl/1dVCf8)
তাই “বাংলাদেশে আইসিস নাই”, এ কথাটা বাংলাদেশের জনগণের বার বার বলা উচিত। সবাই সচেতন হোন, সিআইএ এবং র’ এর দালাল মিডিয়ার কথায় নাচবেন না। তারা চাইবে এমনভাবে খবর প্রকাশ করতে যেন আপনি তাদের কথায় সায় দেন। আর সে সুযোগে দেশটা গোল্লায় যাক।
মনে রাখবেন, আইসিস আছে এটা প্রমাণ করে বাংলাদেশকে ইরাক-সিরিয়া বানানোর চক্রান্ত করছে আমেরিকা-ভারত। যদি একবার স্বীকার করানো যায়- বাংলাদেশে আইসিস আছে, তবে বাংলাদেশে হামলা করা আমেরিকা-ভারতের জন্য হালাল হয়ে যাবে। তাই সবাই সাবধান।
No comments