মুসলমানদের জমি দখল
শুরু হয়ে গেলো মুসলমানদের জমি দখল। আজকে কেড়ে নেওয়া হলো তারাপুর চা বাগান, দেওয়া হলো হিন্দুদেরকে। শুধু ঐ এলাকায় মুসলমানদের ব্যবসা বানিজ্যের জায়গা কেড়ে হিন্দুদের পূজার জন্য দেওয়া হয়েছে ১২০০ বিঘা জমি !
(http://www.amardeshonline.com/pag…/details/2016/…/15/336067…)
এটা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি। ইতিহাস বলে ১৭৯৩ সালে ব্রিটিশ দস্যু কর্নওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ করে এবং একে একে কেড়ে নেওয়া হয় মুসলমাদের সব সম্পত্তি। মুসলমানরা এক সময় ছিলো জমির মালিক, আর হিন্দুরা কর্মচারি। মুসলমানদের জমি কেড়ে ঐ কর্মচারিকে জমিদার বানিয়ে দেয় দস্যু ব্রিটিশ। ব্যস মুসলমানরা হয়ে যায় পথের ফকির, আর হিন্দুরা চড়ে বসে মুসলমানদের ঘাড়ে। ব্রিটিশ-হিন্দু সম্মিলিতভাবে চালাতে থাকে মুসলমানদের উপর নির্যাতন।
ঠিক একইভাবে বাংলাদেশকে হিন্দুদের হাতে তুলে দিতে করা হয়েছে অর্পিত সম্পত্তি আইন, দেবোত্তর সম্পত্তি আইন। মুসলমানদের জমি তুলে দেওয়া হচ্ছে হিন্দুদের হাতে। এই আইন যদি বাস্তবায়ন হয়, তবে পুরো বাংলাদেশ চলে যাবে হিন্দুদের হাতে, ব্রিটিশ আমলের মত মুসলমানরা জমির মালিক হয়েও হবে ভিটেমাটি ছাড়া। যার প্রথম পদক্ষেপ হিসেবে আজকে তারাপুর চা বাগান কেড়ে নেওয়া হলো। আপনি নিজেও হয়ত জানেন না, আপনার সম্পত্তিটাকে অর্পিত-দেবোত্তর সম্পত্তি বলে দাবি করেছে হিন্দুরা, ব্যস আগামী ৫-১০ বছরের কেড়ে নেওয়া হবে তা, কিছুই করতে পারবেন না আপনি। রাষ্ট্র ও দালাল মিডিয়ার সামনে আপনি অসহায়।
পৃথিবীর কোন দেশে এ ধরনের ন্যাক্কারজনক আইন নেই। ৪৭, ৬৫ এর যুদ্ধ শেষ হয়ে গেছে, জমি-জমা মীমাংসিত হয়ে গেছে, এখন কেন পুরাতন দলিল ঘেটে হিন্দুদের জমি দেওয়া হচ্ছে !! আপনারা সাবধান হউন, নয়ত কালকে আপনাকেও গৃহহীন হয়ে রাস্তায় নামতে হবে।
No comments