পূজা মন্ডপের নাম দিয়ে হিন্দুদের লুটপাটের ইতিহাস
গত বছরে এনটিভি’র খবরে বের বড় করে আসে- মন্ডপের নাম দিয়ে হিন্দুদের লুটপাটের কথা।
যেহেতু প্রত্যেক মন্ডপের জন্য সরকারের ৫০০ কেজি করে চাল বরাদ্দ থাকে, তাই হিন্দুরা মণ্ডপের সংখ্যা অনেক বাড়িয়ে বলে, লুটপাট করে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের অর্থ।
খবর বিস্তারিত-
চট্টগ্রামে মণ্ডপ বেশি দেখিয়ে বরাদ্দ নেওয়ার অভিযোগ
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ এবার ৩২৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এমন তালিকা দিয়েছে জেলা প্রশাসনকে। সেই অনুযায়ী জেলা প্রশাসন কার্যালয় থেকে মণ্ডপ প্রতি ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।
কিন্তু অনুসন্ধানে দেখা যায়, নগরীর কোতোয়ালি থানার ১০৩টি পূজা মণ্ডপের মধ্যে ২৫টি মণ্ডপের ঠিকানা দুই বার করে তালিকাভুক্ত করা হয়েছে। সদরঘাট থানার ১৮টি মণ্ডপের নাম আছে কোতোয়ালি থানার তালিকাতেও। একইভাবে ইপিজেড থানার দুটি মণ্ডপের নাম রয়েছে পাশের থানাতেও। খুলশী থানায় এলাকায় আটটি মণ্ডপে পূজা হলেও সেখানে আরো সাতটি মণ্ডপ বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। একইভাবে আকবর শাহ, পাহাড়তলী, ডবলমুরিং, বায়েজিদ, চকবাজার, বাকলিয়া, কর্ণফুলী থানায় এলাকায় অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। আর এসব অনিয়মের মাধ্যমে প্রায় ৫০ টন চাল উত্তোলন করা হয়েছে।
মহানগর পূজা কমিটির সভাপতি বিদ্যালাল শীল অভিযোগ অস্বীকার করে বলে- (হিন্দুরা অল টাইম মিথ্যাবাদী, হাতে নাতে ধরা খেলে অস্বীকার করে) ‘আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তালিকা তৈরি করেছি। ভুল থাকার কোনো সম্ভাবনা নেই। গত বছর কয়েকটি থানার পূজা মণ্ডপ নিয়ে কিছু ভুল-ত্রুটি হয়েছিল। এবার তাও শোধরে আনা হয়েছে।’
(সূত্র: http://goo.gl/RW1eUq অথবা http://archive.is/VwKyU )
হিন্দুরে মন্দির-মণ্ডপ যে ভুয়া ও ফায়দা লূটার কৌশল এই খবরই তার প্রমাণ।
No comments