Header Ads

ad728
  • Breaking News

    মুক্তিযোদ্ধাকে পিটিয়ে মারা ও মিডিয়াজগতের নিরবতা

    কয়েকদিন আগে এক শিক্ষককে কানে ধরে উঠবস করানোয় মিডিয়া জুড়ে তোলপাড় হয়েছিলো, মাঠে ময়দানে মিছিল করেছিলো চেতনাওয়ালারা। কারণ ঐ শিক্ষক ছিলো হিন্দু। আবার গতকালকে জামালপুরে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে মেরেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার বেশি পার হয়ে গেছে কিন্তু বিষ্ময়করভাবে মিডিয়াজগত পুরোই চুপ, চেতনাওয়ালারাও টু শব্দটি পর্যন্ত করছে না, শাহবাগে কোন মিটিং মিছিল হচ্ছে না, এমনকি কেউ দুঃখ প্রকাশ করে কোন স্ট্যাটাসও দিচ্ছে না। এখানেও কারণ- খুনি পুলিশ কর্মকর্তাদের একজন হিন্দু, অপরজন বৌদ্ধ । নয়ন চ্যাটার্জিকে অনেকে সাম্প্রদায়িক বলে, গালাগাল করে। কিন্তু মিডিয়াসহ তাবৎ চেতনাওয়ালা যে সাক্ষাৎ সাম্প্রদায়িক লিডার, কেবলামাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেই যে তারা ঘটনা হাইলাইট করে, চেতনাবর্ষণ করে সেটা অনুধাবনের জন্য আজকের ঘটনাই যথেষ্ট। শেইম টু মিডিয়া শেইম টু চেতনাবাজ (বি: দ্র: মুক্তিযুদ্ধের নতুন গান হতে পারে- “মোরা একটি হিন্দুকে বাঁচাবো বলে যুদ্ধ করি.......”) খবরের সূত্র- ১) http://www.somoyerkonthosor.com/2016/07/12/11981.htm ২) http://dhakarnews.com/index.php/content/news/10517

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728