Header Ads

ad728
  • Breaking News

    কথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ও ফেইসবুকে ফেইক ছবি প্রকাশ

    সন্ত্রাসীদের বিরুদ্ধে থাকা ভালো, কিন্তু সেটা নিয়ে ফেইক ছবি প্রকাশ করতে হবে কেন? এমনকি বাংলাদেশে তথাকথিত সাংবাদিক শ্রেণী থেকে শুরু করে সরকারের উর্ধ্বতন মহলের অনেকে, এমনকি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন এপিএস পর্যন্ত এই ফেইক ছবি প্রচার করছে। ছবিটার মধ্যে উদ্দেশ্যমূলকভাবে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। উল্লেখ্য, এই ছবিটি প্রথম প্রকাশ করে virteacon.com, নামক একটি ওয়েবসাইট ২০১১ সালে। আর্টিকেলটির শিরোনাম ছিলো Behind Every Man, there is a Smart Woman। লিঙ্ক-http://goo.gl/jEK0pk যেহেতু বোরকা ইসলাম ধর্মের নিয়ম-কানুনের সাথে সম্পৃক্ত, তাই এ ধরনের ছবি বিকৃত করে প্রচার না করাই উত্তম। বরং কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের ছবি প্রচার উদ্দেশ্যপূর্ণ উস্কানিমূলকও বটে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728