Header Ads

ad728
  • Breaking News

    গেন্ডারিয়ার সেই মসজিদে যাওয়ার নিয়ম-কানুন

    গেন্ডারিয়া সেই মসজিদে আগামীকাল জুমুয়ার নামাজ পড়তে আসুন। আপনি যদি ঢাকার দক্ষিন দিক থেকে আসেন | তাহল আপনি ঢাকা যাত্রাবাড়ি এসে গাড়ি থেকে নেমে পড়ুন| তারপর একটা রিক্সা নিয়ে গেন্ডারিয়া মিলব্যারাক কাপড়িয়া নগর জামে মসজিদের উদ্দেশ্যা রওনা দিন | যারা ঢাকার উত্তর সাইড় থেকে আসবেন তারা প্রথমে গাড়ি দিয়ে ঢাক গুলিস্তানে চলে আসুন তারপর সেখান থেকে দয়াগঞ্জ অথবা যাত্রাবাড়ি চলে আসুন। সেখান থেকে রিক্সা নিয়ে গেন্ডারিয়া মিলব্যারাক কাপড়িয়া নগর জামে মসজিদের উদ্দ্যাশে রওনা দিন সহজ ঠিকানা হচ্ছে- গেন্ডারিয়া মিল ব্যারাক পুলিশ লাইনে চলে আসুন। সেখান থেকে হেটে আসলে মিলব্যারাক কাপড়িয়া নগর জামে মসজিদ দুই মিনিটের রাস্তা। বিশেষভাবে খেয়াল রাখবেন: কোনরকম বিশৃংখলা যাতে না হয়। কারণ হিন্দুরা বলেছে মসজিদের কারণে সেখানে সহিংসতা হবে। কালকে যদি হিন্দুরা প্রমাণ করতে পারে সেখানে মসজিদ থাকার কারণে সহিংসতা হয়েছে, তাহলে হিন্দুরা সফল। তাই সবাই শান্তি সহকারে নামাজ আদায় করবেন। এখানে লক্ষণীয়- মসজিদপক্ষদের উদ্দেশ্য, ‘মসজিদের দলের লোকেরা একা নয়’- এটা দেখানো। বাংলাদেশে কোন স্থানে যদি মসজিদ বন্ধ করার চেষ্টা করা হয়, তবে সব মুসলমান এক হয়ে যাবে। আর হিন্দুরা দেখাতে চাচ্ছে- ‍মুসলমানরা সহিংস। তারা চাইবে পায়ে পারা দিয়ে ঝগড়া করতে। কিন্তু সেটা করা যাবে না। যদি করা হয় হিন্দুরা জিতে যাবে, মুসলমানরা হেরে যাবে। অর্থাৎ আগামীকাল মূলমন্ত্র দুটি- ১) যত বেশি সংখ্যক মুসল্লী মসজিদে জড়ো করা যায়। ২) কোন ধরনের বিশৃঙ্খলতা যেন না হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728