ভারতের স্বাধীনতা রক্ষার দায়ও এখন বাংলাদেশের
চীনের উস্কানিতে চরম বিদ্রোহপ্রবণ হয়ে পড়েছে ভারতের ৭টি অঙ্গরাজ্য বা সেভেন সিস্টার। কিন্তু সেখানে সেনা ও অস্ত্র পাঠাতে বহু কষ্ট, ফলে পরিস্থিতি দিন দিন ভারতের হাত ছাড়া হয়ে যাচ্ছে, চীন যে কোন সময় দখল করে নিতে পারে সেভেন সিস্টার।
ঠিক সে মূহুর্তে এগিয়ে আসলো বন্ধুপ্রতীম বাংলাদেশ। নিজ জীবন যায় যাক, তবুও রক্ষা করতে হবে বন্ধুর স্বাধীনতা। নিজ বুকের উপর দিয়ে অনুমতি দেয় ট্রানজিটের। এখন থেকে বিনা বাধায় নামমাত্র মূল্যে বাংলাদেশের উপর দিয়ে সবকিছু টেনে নিয়ে যেতে পারবে ভারত। সেখানে যদি অস্ত্র ও সেনাবাহী ট্রাক থাকে তবুও কিছু করার নেই, বন্ধু রাষ্ট্র বলে কথা। তাকে রক্ষা করতে গেলে যদি বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিসর্জন দিতে হয়, তবু দিতে রাজী বাংলাদেশ।
সত্যিই বাংলাদেশের মত বন্ধুই হয় না। স্যালুট বাংলাদেশ, স্যালুট।
No comments