বাংলাদেশ কেন বিশ্বের বুকে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ? - (২)
এ লেখার প্রথম পর্বে (https://goo.gl/HfoTIH) আমি বলেছিলাম, বাংলাদেশে হঠাৎ করে জঙ্গিবাদের উত্থান হওয়ার কারণটা কি ? বলেছিলাম এ জঙ্গিবাদের উত্থ্যানের পেছনে রয়েছে সম্রাজ্যবাদীদের স্বার্থ, যারা এর মাধ্যমে বাংলাদেশের থেকে বিশেষ কিছু সুবিধা পেতে চাইছে। একইসাথে এও বলেছিলাম- সম্ভাব্য পরবর্তী পরাশক্তি চীন চাইছে আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত শক্তি বৃদ্ধি বলয় (মুক্তার মালা) নির্মাণ করার জন্য, কিন্তু সেটা বাংলাদেশ সুযোগ না দিলে তৈরী করা সম্ভব নয়। এবারের পর্বে আমরা আলোচনা করবো চীনকে সামাল দেওয়ার জন্য বর্তমান পরাশক্তি আমিরকা কি পলিসি নিয়েছে।
দ্য আমেরিকান পিভট টু এশিয়া পলিসি (Pivot to Asia):
এশিয়াতে চীনের প্রভাব দ্রুত বিস্তৃতি পেতে থাকায় ২০১২ সালে ওবামা প্রশাসন এশিয়ার জন্য Pivot to Asia পলিসি গ্রহণ করে। এ পলিসির স্বাভাবিক সংজ্ঞা হচ্ছে, এশিয়ার শক্তিধর রাষ্ট্রগুলোর (জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতসহ অন্যান্য) সাথে আমিরকার সম্পর্ক আরো দৃঢ় করা এবং এশিয়া অঞ্চলে আরো বেশি মার্কিন সামরিক ও অর্থনৈতিক শক্তি ছড়িয়ে দেওয়া। Pivot to Asia পলিসি’র আরো সহজ সংজ্ঞা হচ্ছে- এশিয়াতে চীনকে চর্তুদিক থেকে নিজ দালাল রাষ্ট্রগুলোর দ্বারা ঘিরে ধরা এবং সামরিকভাবে চাপে রাখা।
আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি সপ্তাহখানেক আগে এক পোস্টে (https://goo.gl/WVWS7g) ম্যাপের মাধ্যমে দেখিয়েছিলাম কিভাবে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশে মার্কিনপন্থী সরকার বসাচ্ছে আমেরিকা। বলতে গেলে প্রায় পুরোটাই দখল করে ফেলেছে বাকি আছে শুধু দুটি দেশ- একটি নেপাল, অন্যটি বাংলাদেশ। এ দুটো এখনও পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণে আসেনি।
যেহেতু আমেরিকা চাইছে, এশিয়াতে চর্তুদিক থেকে চীনকে ঘিরে ধরতে, তাই কিছুতেই এখানে কোন রাষ্ট্রকে মার্কিন নিয়ন্ত্রণের বাইরে রাখা চলবে না। আর বাংলাদেশ তো খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্র। কেন না চীন চাইছে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরকে ব্যবহার করার জন্য। বাংলাদেশ যদি আমেরিকার নিয়্ন্ত্রণের বাইরে থাকে, তবে যে কোন সময় বাংলাদেশ দ্বারা মার্কিন স্বার্থ বিরুদ্ধ কোন কাজ ঘটে যেতে পারে। তাই যে কোন উপায়ে হোক বাংলাদেশকে পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণে নিতে হবেই হবে। আর সেই নিয়ন্ত্রণে নিতে নিজ গুন্ডা বাহিনী আইএসকে দিয়ে বাংলাদেশে হামলা তথা অরাজকতা চালাচ্ছে আমেরিকা।
‘দ্য আমেরিকান পিভট টু এশিয়া পলিসি’ সম্পর্কে জানতে
উইকি-https://goo.gl/633K1V
No comments