Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশ কেন বিশ্বের বুকে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ? - (৩)

    এ লেখার প্রথম (https://goo.gl/HfoTIH) ও দ্বিতীয় (https://goo.gl/K6r6hp) পর্বে আমি দেখিয়েছে- বাংলাদেশ কেন চীন ও আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ। এজন্য `চীনের মুক্তার মালা পলিসি' ও `আমেরিকার পিভট টু এশিয়া পলিসি'র কথাও বর্ণনা করা হয়েছে। এবার আসি বাংলাদেশের ব্যাপারে ভারতের পলিসি কি বা বাংলাদেশের মাধ্যম দিয়ে ভারত কি করতে চাইছে ? ভারতের Act East Policy: নরেন্দ্র মোদি এসেই Act East Policy গ্রহণ করে। আসলে এই পলিসির পেছনে ভারতের যতটুকু স্বার্থ জড়িত, তার থেকে বেশি জড়িত আমেরিকার স্বার্থ। সোজা ভাষায় বলতে আমেরিকার স্বার্থ রক্ষার্থেই এ পলিসি গ্রহণ করেছে ভারত। যেহেতু বর্তমান মোদি সরকার হচ্ছে আমেরিকার অন্যতম চামচা, তাই আমেরিকা ভারতের মধ্য দিয়ে এ অঞ্চলে চীনের উর্ধ্বগামী প্রভাবকে সামাল দিতে চাইছে, আর সেই পলিসি বাস্তবায়ন করতেই ভারতের মোদি সরকারের এই Act East Policy গ্রহণ। Act East Policy- এর সাধারণ সংজ্ঞা হচ্ছে পূর্ব এশিয়া তথা মায়ানমার, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইনসহ অন্যান্য আশিয়ান রাষ্ট্রগুলোর সাথে ভারতের সম্পর্ক দৃঢ় করা। তবে আরো সহজ সংজ্ঞা- আমরিকা চাইছে ভারতের মাধ্যমে পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করতে এবং এর সহায়তায় দক্ষিণ চীন সাগরে চীনকে সামাল দিতে। তবে Act East Policy যত বিস্তৃত পলিসি হোক না কেন, এই পলিসি কখনই সফল হবে না যদি না বাংলাদেশ ভারতে ট্রানজিট/করিডোর বা বন্দর ব্যবহার করতে না দেয়। কারণ বাংলাদেশ হচ্ছে পূর্ব এশিয়ায় ভারতের মূল ভূখণ্ডের ঢুকতে একমাত্র সহজ রাস্তা, ঠিক যেমনটি গুরুত্বপূর্ণ আফগানিস্তান রাশিয়ার জন্য এবং তুরষ্ক ইউরোপের জন্য। ইতিমধ্যে অবশ্য ভারতের Act East Policy সফল করার জন্য বাংলাদেশ নিবেদিত প্রাণ বলে প্রমাণিত হয়েছে। কারণ বাংলাদেশ এরমধ্যেই ভারতকে নৌ ও সড়ক ট্রানজিট দিয়ে ফেলেছে। একই সাথে বাংলাদেশের গভীর সমুদ্রে পায়রা বন্দর নির্মাণ করার অনুমতিও পেয়ে গেছে ভারত। যেহেতু ভারতের Act East Policy মূলত ভারত ও আমেরিকার সম্মিলিত স্বার্থ, তাই এর বাস্তবায়নে আমেরিকা-ভারত অল টাইম চাইবে বাংলাদেশকে চাপে রাখতে এবং তাদের পলিসি মোতাবেক চলতে। আর সেই চাপ প্রয়োগের একটি রূপ হচ্ছে কথিত জঙ্গিবাদ, যার সৃষ্টিকর্তা খোদ আমেরিকা ও তার চামচা ভারত নিজেই। ভারতের Act East Policy পলিসি সম্পর্কে জানতে- ১) https://goo.gl/2lHLRz ২) http://goo.gl/S7IkAI ৩) http://goo.gl/H65gso

    1 comment:

    1. Ai lekha gulu onk din dore khujesilam...obseshe peye gelam.

      ReplyDelete

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728