হিন্দুদের সুদৃষ্টি পেতে ফেসবুকে মহাভারত পাঠের ছবি ওবায়দুলের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরর চুলকানিটা একটু বেশি মনে হচ্ছে। যে বলেছে-
“বর্তমানে অনেক শিক্ষা-প্রতিষ্ঠানে জাতীয় সংগীতের পরিবর্তে গজল গাওয়ার রেওয়াজ চালু আছে। উগ্রবাদীদের বিরুদ্ধে অ্যাকশন প্ল্যান নিতে হবে’।
(http://goo.gl/9YCKSp)
ফাটাকেষ্ট সারা বছর শুধু বাসে আর রাস্তায় ফটোশুট করে গেলো। কিন্তু একবিন্দুও যানজট কমাতে পারলো না। মাঝখান দিয়ে সেতু আর ফ্লাইওভার বানিয়ে পকেট ভরলো। এখন হিন্দুদের সুদৃষ্টি পেতে ফেসবুকে মহাভারত পাঠের ছবি দেয় আর মুসলমানদের পেছনে লেগে থাকে।
বলি- নিব্রাস কি গজল গেলে জঙ্গী হয়েছিলো নাকি শ্রদ্ধা কাপুরের সাথে ড্যান্স করে হয়েছিলো ??
তাই ফাটাকেষ্ট মহাশয়-
অ্যাকশনটা সন্ত্রাসের বিরুদ্ধেই রাখুন, ধর্মের বিরুদ্ধে নয়।
No comments