Header Ads

ad728
  • Breaking News

    রাগীব আলী ও তার পরলোকগত স্ত্রী রাবেয়া খাতুন চৌধুরী সারা জীবন মানুষের জন্য যা করেছেন।

    ‘রাগীব রাবেয়া ফাউন্ডেশন’ হতে গরিব অসহায়দের মধ্যে আর্থিক সাহায্য প্রদান, বিয়ের খরচ, গৃহনির্মাণ ব্যয়, মাসিক বৃত্তির ব্যবস্থা, বিনা-বেতনে পড়াশোনার সুযোগ দান, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মধ্যে অনুদান, স্বল্পমূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও এ ফাউন্ডেশন থেকে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে অনুদান প্রদান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাগীব রাবেয়া ফাউন্ডেশন (http://rrfbd.org/index.php) ওয়েবসাইটে ঢুকে অনেক কার্যক্রমের বিবরণ পাওয়া যায়। যেমন- বিশ্ববিদ্যালয়- লিডিং ইউনিভার্সিটি সিলেট মেডিকেল কলেজ ও স্বাস্থ্য-সংস্থা- ১) জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট ২) বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ সিলেট ৩) রাগীব-রাবেয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মধুবন, সিলেট ৪) রাবেয়া বানু জেনারেল হাসপাতাল রাগীবনগর, সিলেট ৫) রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল সোনাসার, জকিগঞ্জ, সিলেট ৬) রাবেয়া খাতুন মা ও শিশুকল্যাণ কেন্দ্র রাগীবনগর, সিলেট কলেজ- ১) রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজ রাগীবনগর, সিলেট ২) রাগীব-রাবেয়া হাইস্কুল ও কলেজ পানিউমদা, নবীগঞ্জ, হবিগঞ্জ ৩) রাগীব-রাবেয়া হাইস্কুল ও কলেজ লামাকাজী, বিশ্বনাথ, সিলেট ৪) রাগীব-হাসান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কুমারখালি, কুষ্টিয়া ৫) বরকল রাগীব-রাবেয়া কলেজ বরকল, রাঙ্গামাটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান---- ১) রাগীব-রাবেয়া কাচালং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, লংগদু, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়- ১) হাজী রাশীদ আলী হাইস্কুল দক্ষিণ সুরমা, সিলেট ২) রাগীব-মজিব হাইস্কুল নারায়নডহর, পূর্বধলা, নেত্রকোনা ৩) রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়, বালিউড়াবাজার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রাথমিক বিদ্যালয়- ১) রাগীব আলী রেজিঃ প্রাইমারী স্কুল,রঘুপুর, বিশ্বনাথ, সিলেট ২) রাগীব-রাবেয়া ফুলকুঁড়ি প্রাইমারী স্কুল, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি ৩) রাগীব-রাবেয়া বিদ্যানিকেতন, হাওলদারপাড়া, সিলেট প্রতিবন্ধী ইনস্টিটিউট- ১) শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট, শাহী ঈদগাহ, সিলেট মাদ্রাসা- ১) জামেয়া ইসলামিয়া রাগীবিয়া, পাঠানটুলা, সিলেট ২) রাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়া, সিদাইরগুল, সাহেববাজার, সিলেট মসজিদ- (শুধু ২০১৪ সালেই ৩টি মসজিদ উদ্ভোধন করেন) ১) রাগীব-রাবেয়া জামে মসজিদ, ঠিকানা: আহমদনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার ২) রাগীব-রাবেয়া জামে মসজিদ, ঠিকানা: উত্তরপাড়া, হাজীপুর, মাগুরা ৩) রাগীব-রাবেয়া জামে মসজিদ, ঠিকানা: ইব্রাহিমপুর, তারুপাশা, রাজনগর, মৌলভীবাজার শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠান- ১) রাগীব-রাবেয়া রিসার্চ সেন্টার, মাজবন, জকিগঞ্জ, সিলেট মুক্তিযোদ্ধাদের কল্যানার্থে- ১) মুক্তিযোদ্ধাদের বাড়ি বানিয়ে দেওয়ার কার্যক্রম। http://rrfbd.org/index.php/site/welfare/house ২) মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি কার্যক্রম (http://rrfbd.org/index.php/site/welfare/freedom_scholarship) রাগীব রাবেয়া ফাউন্ডেশন ট্রাস্ট সম্পর্কে জানতে- http://rrfbd.org/index.php/site/trust বুঝতে পারলাম, রাগীব আলী ও তার স্ত্রী রাবেয়া খাতুন চৌধুরী অনেক কিছু করেছেন মানুষের জন্য। কিন্তু আজকে ‘রাগীব আলী এক হিন্দুর জমি নিয়েছে’, এমন অভিযোগ তুলে তাকে দানব বলে অ্যাখ্যায়িত করা হচ্ছে। প্রায় ৯০ বছরের এই বৃদ্ধকে মামলা মোকাদ্দমা দিয়ে বাংলাদেশ ছাড়া করা হয়েছে। এমনও তো হতে পারে- পঙ্কজ (শঙ্কর) নামক ঐ হিন্দুকে উপকার করার জন্যই ঐ চাবাগানটি নিয়েছিলেন রাগীব আলী। বিনিময়ে দিয়েছিলেন টাকা। কিন্তু এখন ঐ হিন্দু লোভে পরে তা অস্বীকার করছে। আমি বিষ্মিত হয়েছি সিলেটবাসীর জন্য। যে সিলেটবাসীর জন্য রাগীব আলী এত কিছু করলেন, সেই সিলেটবাসীর মধ্যে একজনও রাগীব আলীর পক্ষে দাড়ালো না । সবাই রাগীব আলীর এতদিনের উপকার অস্বীকার করলো । সবাই দাড়ালো ঐ হিন্দুর পক্ষে। অনেকে আবার হিন্দুর পক্ষ নিয়ে রাগীব আলীর বিচার দাবি করছে। এটা কি করে সম্ভব !!! সিলেটবাসী কি তবে বিশ্বাসঘাতকতা করলো না ???

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728