পৃথিবীতে সর্বাধিক গরুর মাংশ রফতানিকারক ভারত
পৃথিবীতে সর্বাধিক গরুর মাংশ রফতানিকারক তিন দেশের নাম:
১) ভারত : ২.৫ মিলিয়ন টন
২) ব্রাজিল : ২.০ মিলিয়ন টন
৩) অস্ট্রেলিয়া : ১.৫ মিলিয়ন টন ( http://m.thehindu.com/news/national/india-on-top-in-exporting-beef/article7519487.ece)
----------------------------------------
এবার দেখি, ভারতের কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি গরুর মাংশ রফতানি করে এবং তাদের মালিকের
নাম কি ?
১. আল-কাবীর এক্সপোর্ট প্রাইভেট
লিমিটেড, মালিক : শতীস ও অতুল
সাবহারওয়াল
২. এরাবিয়ান এক্সপোর্ট প্রাইভেট
লিমিটেড, মালিক : সুনীল কাপুর ৩.
এমকে আর ফ্রোজেন ফুড এক্সপোর্ট
প্রাইভেট লিমিটেড, মালিক : মদন
এবোট
৪. পিএমএল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট
লিমিটেড, মালিক : এ এস বৃন্দা (সূত্র:
মুসলিম মিরর, ৪ঠা ডিসেম্বর, ২০১৪ )
হিন্দুধর্মে গরু খেতে বলা হয়েছে
প্রমাণ দেখুন :
---গরু-বৃষের মাংস [বেদ:১/১৬৪/৪৩], ---
মহিষের মাংস [বেদ: ৫/২৯/৮], ---অজের
মাংস [বেদ:১/১৬২/৩] খাওয়া হত। আরও
বলা হয়েছে পরস্বিনী গাভী মানুষের
ভজনীয় [বেদ:৪/১/৬]।
---গো-হত্যা স্থানে গাভীগণ হত্যা হত
[বেদ:১০/৮৯/১৪]। ---ইন্দ্রের জন্য গোবৎস
উৎসর্গ করা হয়েছে। [ঋকবেদ: ১০: ৮৬: ১৪]।
---এমনকি উপনিষদ বলছে: ‘বেদজ্ঞান
লাভ
করতে হলে, স্বাস্থ্যবান সন্তান লাভ
করতে
হলে ষাঁড়ের মাংস খাওয়া
জরুরি।” [সূত্র:
বেদ; ২য় প্রকাশ, পৃ: ১৩, ৬৭; হরফ প্রকাশনী ,
কলিকাতা]
No comments