কোরবানীর ঈদ সত্যিই গরীব মানুষের জন্য বিরাট উপকারী
কোরবানী ঈদ এলে গরীবরা যত উপকৃত হয়, অন্য কোন সময় এত উপকৃত হয় না। মানুষ গরু জবাই দেয়, আনন্দ করে, সাথে মাংশের এর একটি বড় অংশ গরীবদের দান করে।
ধনীরা সারা বছর মাংশ কিনে খেতে পারে, কিন্তু গরীবরা তা পারে না। হয়ত তাদের মনটা খুব চায়, কিন্তু পারে না। কিন্তু বছরের এই একটি মাত্র সময় তাদের তাদের ইচ্ছা পূরণ হয়। পুরো পরিবার নিয়ে এই একটি মাত্র সময় তারা পেট ভরে মাংশ খেতে পারেন।
সমাজে শুধু দরিদ্ররা নয়, নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্তরাও সারা বছর খুব একটা মাংশ কিনে খেতে পারেন না। এই শ্রেনীটা কিন্তু মানুষের কাছে হাত পাততে পারেন না। কিন্তু ঈদের সময় মুসলমানরা পাড়াপ্রতিবেশীদের মাঝে মাংশ বিলি করেন। ফলে তাদেরও ঘরে মাংশ রান্না হয়।
সারা বছর বিফ কাবাব আর নেহারি খেয়ে কোরবানীর সময় একটি শ্রেনীর হটাৎ করে পশু প্রেম জেগে উঠে, কিন্তু ঈদ আসলে গত কোটি গরীবের স্বাদ-আহ্লাদ পূরণ তা এদের সত্যিই অজানা।
খবরের সূত্র: http://bangla.bdnews24.com/samagraban…/article1213340.bdnews
No comments