পরিবেশ দূষণে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোরবানি
রামপাল বিদ্যুৎ কেন্দ্র করলে পরিবেশের কোন ক্ষতি হবে না, কিন্তু এক দিন কোরবানি করলে পরিবেশ নষ্ট হয়ে যাবে না। ---- এই তত্ত্ব দিচ্ছে বর্তমান বাংলাদেশের হর্তাকর্তারা।
কারণ দাদাবাবুরা বলেচে- রামপাল তাদের জিনিস তাই পবিত্র, ঠিক যেমন গোবর-মূত্র। জীবাণুতে ভরা, কিন্তু সেটা দিয়েই দাদারা সেভলনের কাজ চালান, হাসপাতাল পরিষ্কার করেন, গোবর মূত্রের মাঝেই খুজে পান সোনা।
আাবার দাদাবাবুরা বলেচে- কোরবানী খারাপ জিনিস, তাই দাদা’র দেশে উহা নিষিদ্ধ করে দেয়া হয়েচে। এটা করলে পরিবেশ দূষণ হয়, গো-মাতার রক্তের গন্ধে বাংলাদেশের দাদাবাবুদের কষ্ট হয়, ৭দিন দাদারা মায়ের রক্তের গন্ধে বাইরে বেরুতে পারেন না। তাই দাদাদের কষ্ট দূর করতেই স্পট ফিক্সড।
শুনেচি, পশ্চিমবঙ্গের নাম নাকি বাংলা হয়েছে। এতে বাংলাদেশীদের গর্ব করার কিছু নেই । বাংলাদেশীরা নিজেদের রয়েল বেঙ্গল টাইগারের মালিক বলে দাবি করে। কিন্তু পেটেন্ট কিন্তু করে নিয়েছে ভারত। তাই রয়েল বেঙ্গল টাইগারের মালিক ভারত। পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হওয়াটাও সেরকম। আগে ‘বাংলা’ ছিলো বাংলাদেশের, কিন্তু সেটার পেটেন্ট করে নিলো ভারত। ব্যস বাংলাদেশেও তাদের হয়ে গেলো।
জয় পূর্ব বাংলা, জয়.....
No comments