বাইয়ে স্পট ফিক্সড করা নিয়ে লাফালাফি এবং আপনাদের দায়িত্ব
জবাইয়ে স্পট ফিক্সড করা নিয়ে সরকার বেশ লাফালাফি করলো। এবার আপনাদের কিছু দায়িত্ব আছে।
মনে রাখবেন- প্রত্যেক জবাইয়ের স্পটে গড়ে ১-২ হাজার পশু জবাইয়ের দেওয়ার টার্গেট । আপনারা যেটা করবেন- সেটা হলো-
প্রত্যেক জবাইয়ের স্পটের ছবি তুলে পাঠিয়ে দেবেন। সেখানে ফাস হবে-
১) জবাইয়ের স্পটগুলো কোথায় অবস্থিত ?? সুবিধাযোগ্য কোন স্থানে ?
২) জবাইয়ের স্পটগুলো কত বড় ? সেখানে কি ১-২ হাজার পশু জবাই দেওয়া যাবে ?
৩) জবায়ের স্পটগুলোতে কি পর্যাপ্ত পানি সরবরাহ ছিলো ?
৪) প্রত্যেক স্পটে কতগুলো করে সিটি কর্পোরেশন কর্মী নিয়োজিত ছিলো?
৫) প্রত্যেক স্পটে সরকারি নিদের্শনা মেনে কতজন কোরবানি দিয়েছে ?
৬) সরকার বলেছিলো- প্রত্যেক স্পটে জবাইয়ের জন্য হুজুর, কসাই এবং মাংশ বন্টনের ব্যবস্থা তারা করে দেবে, থাকবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। আদৌ এসব ব্যবস্থা ছিলো কি না ?
৭) সর্বশেষ- আদৌ নির্দ্দিষ্ট স্থানে কোরবানী করার বিষয়টি কি বাংলাদেশের জন্য বাস্তব কোন পদক্ষেপ নাকি সেটা নির্ণয় করা।
আপনারা প্রত্যেকে সাংবাদিক হয়ে যান, বিষয়গুলো ছবি তুলুন, এবং ফেসবুকে পোস্ট করুন। আশা করা আপনাদের বস্তুনিষ্ট সাংবাদিকতায় নির্দ্দিষ্ট স্পটে পশু জবাইয়ের মত ভাওতাবাজি পদক্ষেপ সামনে থেকে নেওয়ার আর সুযোগ পাবে না তারা।
#ফেসবুকিয়_সাংবাদিকতায়_ভেসে_যাক_খাঃপোঃ_সাংবাদিকতা
No comments