Header Ads

ad728
  • Breaking News

    এবার মসজিদের ভেতর পূজার মূর্তি



    গত শুক্রবার রাতে বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন কুন্ডা ইউনিয়নের বিটুই গ্রামের জামে মসজিদে মূর্তি রেখে আবারও আল্লাহর মসজিদকে অবমাননা
    করা হয়। কে বা কারা রাতের আঁধারে মসজিদের মিম্বারের পাশে মূর্তি রেখে চলে যায় তা এখনো জানা যায়নি। পরদিন সকালে আইন শৃঙ্খলা বাহিনী এসে মূর্তিটি নিয়ে যায়।
    কয়েকদিন আগে নাসিরনগর উপজেলার জনৈক হিন্দু কাবাঘরের উপর মূর্তির ছবি রেখে কাবাঘরকে অবমাননা করে।এর জের ধরেই নাসিরনগরে শুরু হয় মুসলিম-হিন্দু দাঙ্গা-হাঙ্গামা। এ ঘটনাকে কেন্দ্র করেই গতকাল রাতে আবারও মসজিদে মূর্তি রাখা হয়। সূত্র: http://bit.ly/2fNIu2y
    মন্তব্য : বাবরি মসজিদ দাঙ্গার শুরুটা হয়েছিলো এভাবে, হিন্দুরা মসজিদের ভেতর রাম ও সীতার মূর্তি রেখে আসে। এরপর মুসলমানরা তার প্রতিবাদ করে। এরপর সেই প্রতিবাদের উছিলা দিয়ে সারা ভারত জুড়ে চলে লক্ষ লক্ষ মুসলিম নিধন, যা ১৯৯২ সালের বাবরি মসজিদ দাঙ্গা নামে পরিচিত।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728