Header Ads

ad728
  • Breaking News

    আগে বোর্ডের বই মানে নির্ভুল মনে করা হতো, কিন্তু এখন বোর্ডের বই মানেই অসংখ্য ভুল শিক্ষা


    এ বছর যে বানান ভুলটি নিয়ে বেশি সমালোচনা হচ্ছে, সেটা ক্লাস-৩ এর হিন্দু ধর্ম বইয়ের শেষ মলাটে অবস্থিত। যেখানে ভুল বানানে লেখা হয়েছে- do not heart anybody। আঘাতের বদলে হৃদয় দিয়ে দিয়েছে লেখকরা। এনসিটিবি ইতিমধ্যে বলেছে- এই ভুলগুলোর তদন্ত হবে। কিন্তু মজার বিষয় কি জানেন ? এই ভুলের পেছনে দায়ি কিন্তু ৪ জন হিন্দু, এরা হচ্ছে- প্রফেসর নিরঞ্জন অধিকারী, প্রফেসর দুলাল কান্তি ভৌমিক, প্রফেসর সুনিত কুমার ভদ্র এবং ড. অসীম সরকার।

    যাই হোক যে ভুল করুক, আমরা তার শাস্তি চাই। শুধু হিন্দু বলে নয়, ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে গত বছর ৫৮টি ভুল ছিলো, এর বছর নতুন করে করা হয়েছে ২৪টি ভুল। এবং এই ভুলগুলো আবার কোরআন-হাদীস নিয়ে, যা বাংলাদেশের ইতিহাসে আগে কখন হয়নি। (http://bit.ly/2ji3FY2)। আমরা ঐ ভুলকারীদেরও বিচার চাই। এবং বিশেষ করে বার বার এত এত ভুলের জন্য অবশ্যই নাস্তিক মন্ত্রী নাহিদ এবং এনসিটিবি চেয়্যারম্যান নারায়ন চন্দ্র সাহার বহিষ্কারসহ বিচার হওয়া উচিত। কারণ আগে বোর্ডের বই মানে নির্ভুল মনে করা হতো, কিন্তু এখন বোর্ডের বই মানেই অসংখ্য ভুল শিক্ষা। অর্থাৎ জনগণ বোর্ডের বইয়ের উপর বিশ্বাস হারিয়েছে। জনগণের এই বিশ্বাস ভণ্ডুলের অবশ্যই বিচার হওয়া উচিত।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728