Header Ads

ad728
  • Breaking News

    বাংলা পাঠ্যবইয়ে বাংলাভাষা শিখতে চাই, হিন্দুধর্ম শিখতে চাই না


    বাংলাবই পাঠ্য করা হয়েছে বাংলাভাষা শিক্ষার জন্য, হিন্দুধর্ম শিক্ষার জন্য নয়। কিন্তু বাংলাপাঠ্যবইয়ে এমন সব চাপ্টার অন্তর্ভূক্ত করা হয়েছে, যার দ্বারা ইচ্ছা-অনিচ্ছায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীকে হিন্দু ধর্ম শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। অথচ এর থেকে ভালো অনেক গল্প-কবিতা বাংলা সাহিত্য ভান্ডারে আছে।

    যেমন- ৮ম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ের `পড়ে পাওয়া‘ গল্পের শব্দার্থ ও টীকাতে শিক্ষা দেয়া হচ্ছে-
    ১) নাটমন্দির- দেবমন্দিরে সামনের ঘর, যেখানে নাচ-গান হয়।
    ২) বোষ্টম- হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব ।
    ৩) কাপালি – তান্ত্রিক হিন্দু সম্প্রদায়
    ৪) চণ্ডীমণ্ডপ- যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দূর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা হয় ।
    ৫) দণ্ডব- মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম ।

    বাংলাদেশের জনসংখ্যার সংখ্যাগুরু মানুষ মুসলমান, সংবিধানমতে বাংলাদেশের রাষ্টধর্ম `ইসলাম‘, কিন্তু এরপর পাঠ্যপুস্তককে কোমলমতি শিশুদেরকে যেভাবে হিন্দুধর্ম শিক্ষা দেয়া হচ্ছে, তা সত্যিই হাতাশাজনক। যতদ্রুত সম্ভব ৮ম শ্রেণীর পাঠ্যবই থেকে `পড়ে পাওয়া‘ গল্পটি বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।
    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728