Header Ads

ad728
  • Breaking News

    পাঠ্যবইয়ে শেখানো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মানে বোরকা বিরোধী চেতনা, পর্দা বিরোধী চেতনা


    ৯ম-১০ম শ্রেণীর বাংলা পাঠ্যবই বাংলা সাহিত্যের ১০০ পৃষ্ঠায় রণেশ দাশগুপ্তের লেখা রহমানের মা নামক ছোটগল্পে শেখানো হচ্ছে- মুক্তিযুদ্ধের চেতনা মানে বোরকাবিরোধী চেতনা, পর্দাবিরোধী চেতনা। গল্পে রহমানের মা‘ নামক এক নারী চরিত্রের অবতারণা করা হয়, যার পুত্র একাত্তর সাথে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। কোন এক অনুষ্ঠানে ঐ নারীকে প্রধান অতিথি হিসেবে নিয়ে আসা হয়। অনুষ্ঠানের শুরুতে যার শরীর আবৃত ছিলো বোরকায়, মুখ ঢাকা ছিলো নেকাবে। কিন্তু যখন তাকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে বলা হলো, তখন সে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ কথা বলে উঠলো এবং দেশকে কিভাবে সেই চেতনায় এগিয়ে নিয়ে যেতে হবে সেই বর্ণনা দিলো । গল্পের শেষ অংশে চেতনার বাস্তবায়নের কথা বলতে গিয়ে ঐ নারী সবার সামনে মুখের নেকাব খুলে ফেললো এবং পুরুষের ভীড়ে হারিয়ে গিয়ে প্রমাণ করলো- মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে বোরকার নেকাব খুলে ফেলতে হবে, পর্দা প্রথার বিরুদ্ধে যেতে হবে।
    ৯৫% মুসলমানের বাংলাদেশে এক হিন্দু লেখকের এ ধরনের ইসলামবিরোধী গল্প কিভাবে পাঠ্যে অন্তুর্ভূক্ত করা হলো তা সত্যিই বিষ্ময়কর । মজার বিষয় হচ্ছে- ঐ হিন্দু লেখক কিন্তু বলেনি- মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে শাখা-সিদুর খুলে ফেলতে হবে, কিন্তু সে ঠিকই কূটকৌশলে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে ইসলামের ধর্মীয় অনুসঙ্গের বিরোধীতা করলো। এ ধরনের লেখা যে বা যারা পাঠ্যবইয়ের অন্তর্ভূক্ত করার কারণে এনটিসিটি চেয়্যারম্যান নারায়ন চন্দ্র সাহা ও শিক্ষামন্ত্রী নাহিদের শাস্তি হওয়া উচিত বলে মনে করি।

    গল্পটি পড়তে- http://bit.ly/2lDaC7T এবং http://bit.ly/2lwwwgD
    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728