Header Ads

ad728
  • Breaking News

    ভারতীয় পাঠ্যবইয়ে যৌতুকের উদাহরণ রয়েছে, কিন্তু বাংলাদেশের পাঠ্যবইয়ে 'ও' তে 'ওড়না' লিখলে সাম্প্রদায়িক হয়ে যায়


    “মেয়েকে দেখতে খারাপ অথবা সে শারীরিক প্রতিবন্ধী হলে বিয়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। এই ধরনের মেয়ে বিয়ে করতে পাত্রপক্ষ বেশি পণ দাবি করে। পাত্রীর বাবা-মাও অসহায় হয়ে পড়েন। এবং পাত্রপক্ষের কথামতো পণ দেন। পণপ্রথার বাড়বাড়ন্ত এর ফলেই হয়।’ মহারাষ্ট্র রাজ্যবোর্ডের ক্লাস টুয়েলভের সোসিওলজি এভাবেই নারীদের বিকৃত করে উপস্থাপন করা হয়ছে।
    উল্লেখ্য, পণ বা যৌতুক হিন্দু ধর্মমতে গুরুত্বপূর্ণ অনুসঙ্গ, আর সেই অনুসঙ্গ কৌশলে উপস্থাপন করতে পাঠ্যবইয়ে নিকৃষ্টভাবে উদাহরণ দিতে দ্বিধাবোধ করে না। অথচ বাংলাদেশের পাঠ্যবইয়ে 'ও' তে 'ওড়না' লিখলে সাম্প্রদায়িক হয়ে যায়, নারীবিরোধী হয়ে যায়। হিন্দুরা শুরু করে চিল্লাচিল্লি। শেইম হিন্দু শেইম।
    সূত্র:
    ১)http://bit.ly/2l5hda3
    ২) http://bit.ly/2jGl1Cy
    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728