Header Ads

ad728
  • Breaking News

    পাঠ্যবইয়ে আমাদের সন্তানরা সঠিক ইতিহাস পড়বে এটাই আমাদের কাম্য।


    অথচ ৫ম শ্রেনীর আমার বাংলা বইয়ের ৯০ পৃষ্ঠায় নাইট উপাধি সম্পর্কে বলা ভিন্ন কথা।
    ``নাইট উপাধি – নাইট উপাধি ব্রিটিশ রাজের অত্যন্ত সম্মানজনক উপাধি। এঁদেরকে `স্যার‘ বলে সম্বোধন করা হয়“
    কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা- ব্রিটিশরা ছিলো পানিদস্যু জাতি। তাদের কাজ ছিলো সামুদ্রিক জাহাজ লুটপাট করা। ব্রিটিশদের মধ্যে যে যত বড় কুখ্যাত পানিদস্যু ছিলো, তাকে তত বড় নাইট উপাধি দেয়া হতো, স্যার বলে সম্বোধন করা হতো। যেমন- কুখ্যাত কিছু ব্রিটিশ পানিদস্যুরা হলো-
    ১) স্যার অন্ড্রু বার্টন (১৪৬৬-১৫১১)
    ২) স্যার ফ্রান্সিস ড্রেক (১৫৪০-১৫৯৬)
    ৩) স্যার মাইকেল গিয়ার (১৫৬৫-)
    ৪) স্যার জন হকিন্স (১৫৩২-১৫৯৫)
    ৫) স্যার জেমস ল্যান ক্যাস্টার (১৫৫৪-১৬১৮)
    ৬) স্যার হেনরি মেইনওয়ারিং (১৬৮৭-১৬৫৩)
    ৭) স্যার এ্যামিয়াস প্রেসটন (-১৬০৯)
    ৮) স্যার ওয়াল্টার রালিজ (১৫৫৪-১৬১৮)
    ৯) স্যার জর্জ সোমার (১৫৬৪-১৬১০)
    ১০) স্যার ফ্রান্সিস ভার্নি (১৫৮৪-১৬১৫)
    ১১) স্যার হেনরি মর্গান (১৬৩৫-১৬৮৮)
    ১২) স্যার ক্রিস্টোফার মিংস (১৬২৫-১৬৬৬)
    (বিস্তারিত- https://en.wikipedia.org/wiki/List_of_pirates)
    বলাবাহুল্য আমরা এখন ব্রিটিশ উপনিবেশের অংশ নই যে ব্রিটিশরা যে ভুলভাল তথ্য দিবে তা আমরা মুখ বুজে গলাধকরণ করবো। অথচ নাইট উপাধির ক্ষেত্রে সেই কুখ্যাত কাজটি করা হয়েছে। এই ধরনের বিকৃত ইতিহাস পাঠ্যবই থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728