Header Ads

ad728
  • Breaking News

    মুক্তিযুদ্ধের দলিলপত্রই বলছে- রাষ্ট্রধর্ম ইসলাম জারি রাখলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে


    অনেকে বলে-
    সুপ্রীম কোর্টে গ্রিক দেবীর মূর্তি থাকবে, কারণ গ্রিক দেবীর মূর্তি মুক্তিযুদ্ধের চেতনা।
    ১লা বৈশাখে মঙ্গলশোভাযাত্রা হবে, কারণ মঙ্গলশোভাযাত্রা মুক্তিযুদ্ধের চেতনা।
    রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে হবে, কারণ রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা মুক্তিযুদ্ধের চেতনা।
    পাঠ্যপুস্তককে হিন্দুত্ববাদ বাদ দেওয়া যাবে না, কারণ হিন্দুত্ববাদ মুক্তিযুদ্ধের চেতনা

    উপরের দাবিগুলো যারা করছে, তারা কি দাবির স্বপক্ষে, মানে- গ্রিক দেবীর মূর্তি, মঙ্গলশোভাযাত্রা, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা কিংবা পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদ যুক্ত করা যে ‍মুক্তিযুদ্ধের চেতনা, সেটা কি তারা দেখাতে পারবে ? পারবে কি তার স্বপক্ষে কোন দলিল-প্রমাণ উপস্থাপন করতে ??

    আসুন আপনাদের দেখাই- ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা কখনই মূর্তি-মঙ্গলশোভাযাত্রা-রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল কিংবা পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদ যোগ করার চেতনা ছিলো না, বরং সেগুলোর বিরোধী চেতনা মানে ইসলামী চেতনাই ছিলো ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা-

    যেমন- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রের তৃতীয় খণ্ডের ১৬-১৯ নং পৃষ্ঠায় দেখা যায়- ১৯৭১ সালের ১৪ই এপ্রিল বাংলাদেশ সরকার প্রচার দপ্তর থেকে বঙ্গবন্ধুর নাম দিয়ে প্রচারিত “স্বাধীন বাংলার সংগ্রামী জনগণের প্রতি বাংলাদেশ সরকারের নির্দেশাবলী“ থেকে পাওয়া যায়-

    ১) ঐ নিদের্শাবলী শুরু হয়েছে ‘আল্লাহু আকবর’ দিয়ে।
    ২) এরপর বলা হয়েছে- “বাঙ্গালীর অপরাধ তারা আল্লাহ তা’আলার
    সৃষ্ট পৃথিবীতে, আল্লাহর নির্দেশমত সম্মানের সাথে সুখে-শান্তিতে বসবাস করতে চেয়েছে। বাঙ্গালীর অপরাধ মহান স্রষ্টার নির্দেশমত অন্যায়, অবিচার, শোষণ-জলুম
    নির্যাতনের অবসান ঘটিয়ে এক সুন্দর ও সুখী সমাজ ব্যবস্থা গড়ে তুলবার
    সংকল্প ঘোষণা করেছে। .............আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর সাহায্য।”
    ৩) এরপর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলা হয়েছে- “এ সংগ্রাম আমাদের বাচার সংগ্রাম, সর্বশক্তিমান আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে ন্যায়ের সংগ্রামে অবিচল থাকুন”। 
    ৪) সর্বশেষে মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতে ঘোষণাপত্র শেষ হয়েছে দু’টি কোরআনের আয়াত দ্বারা-স্বরণ করুণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন 
    “অতীতের চাইতে ভবিষ্যত নিশ্চয়ই সুখকর।” এবং 
    বিশ্বাস রাখুন--- “আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী।”
    (ছবি: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, তৃতীয় খণ্ড। পৃষ্ঠা: ১৬-১৯। ১৯৭১ সালের ১৪ই এপ্রিল বাংলাদেশ সরকার প্রচার দপ্তর থেকে প্রাপ্ত “স্বাধীন বাংলার সংগ্রামী জনগণের প্রতি বাংলাদেশ সরকারের নির্দেশাবলী“)

    মুক্তিযুদ্ধের দলিল থেকে একটি বিষয় স্পষ্ট, ইসলামী চেতনার মাধ্যমেই মুক্তিযুদ্ধ হয়েছিলো। অথচ মূর্তি-মঙ্গলশোভাযাত্রা-রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল কিংবা পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদ সবগুলোই ইসলাম বিরোধী চেতনা। তারমানে-
    সুপ্রীম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি ভেঙ্গে ফেললেই,
    রাষ্ট্রধর্ম ইসলাম জারি রাখলেই,
    মঙ্গলশোভাযাত্রা বন্ধ করলেই,
    পাঠ্যপুস্তক থেকে হিন্দুত্ববাদ বাদ দিলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে, যা ভিন্ন কোন উপায় থাকতে পারে না।
    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728