Header Ads

ad728
  • Breaking News

    মঙ্গলশোভাযাত্রা ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক



    সরকারের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বাধ্যতামূলক মঙ্গলশোভাযাত্রা করার নির্দেশ দেয়া হয়েছে। (http://bit.ly/2mLiTLs)
    অথচ মঙ্গলশোভাযাত্রা মুসলমানদের ধর্মীয় রীতি তো নয়ই বরং রীতি বিরুদ্ধে বলে অনেক ইসলামবেত্তা ফতওয়া দিয়েছেন। (http://bit.ly/2nuWqRm)
    অপরদিকে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার- `ধর্মীয় স্বাধীনতা‘ অংশের ৪১ এর ২ ধারায় স্পষ্ট বলা আছে-
    `কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হইলে তাঁহাকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না‘

    পাঠক ! সংবিধান যদি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হয় এবং মঙ্গলশোভাযাত্রা যদি ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কোন প্রোগ্রাম হয়, তবে সংবিধানের ৪১ এর ২ ধারা অনুসারে সরকার কিছুতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মঙ্গলশোভাযাত্রা করতে বাধ্য করতে পারে না। এ ব্যাপারে হাইকোর্টে রিট করলে সরকার অবশ্যই আটকে যাবে।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728