Header Ads

ad728
  • Breaking News

    অমঙ্গলশোভাযাত্রা হিন্দুদের বিশেষ ধর্মীয় অনুসঙ্গ


    অমঙ্গলশোভাযাত্রা যে হিন্দুদের ধর্মীয় অনুসঙ্গ সেটা বোঝার জন্য বেশি কিছু দরকার হয় না। বিশেষ করে অমঙ্গল শোভাযাত্রায় এমন কিছু বিশেষ মূর্তি বা মুখোশ বহন করা হয় যা দ্বারা স্পষ্ট বোঝা যায়, এই হিন্দু ধর্মীয় অনুসঙ্গ সেক্যুালারিজমের কথা বলে মুসলমানের উপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে।
    যেমন, অমঙ্গলশোভাযাত্রায় ক্ষ্যাপা ষাড়ের মূর্তি থাকে, অথচ ক্ষ্যাপা ষাড় শিবের বাহন প্রতিকৃতি হিসেবে ব্যবহৃত হয়। অমঙ্গলশোভাযাত্রায় বাঘের মূর্তি-মুখোশ অতিমাত্রায় ব্যবহৃত হয়, যা দূর্গার বাহন প্রতিকৃতি নির্দেশ করে। একই সাথে হাতিও অতিমাত্রায় ব্যবহৃত হয় যা গনেশ দেবতা নির্দেশ করে। উল্লেখ্য গনেশকে মঙ্গল মূর্তি হিসেবে মনে করে হিন্দুরা। সে হিসেবে মঙ্গল শোভাযাত্রায় গণেষের প্রতিকৃতি থাকা অত্যবশ্যক।
    এছাড়া অমঙ্গলশোভা যাত্রায় সূর্যের প্রতিকৃতি (মানুষের মাথার মত) অনেক বেশি দেখা যায়। এটা হচ্ছে হিন্দুদের সূর্য দেবতার প্রতিকৃতি। উইকিপিডিয়া বলছে- সূর্য হিন্দুধর্মের প্রধান সৌর দেবতা। হিন্দু ধর্মীয় সাহিত্যে সূর্যকে যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে। কারণ সেই একমাত্র দেবতা যাঁকে মানুষ প্রত্যহ প্রত্যক্ষ করতে পারে। (https://bn.wikipedia.org/wiki/সূর্য_(দেবতা))
    আসলে এই সকল প্রতিকৃত যে হিন্দু ধর্ম থেকে গ্রহণ করা হয়েছে এটা কিন্তু সর্বজনস্বীকৃত। এ সম্পর্কে নিউইয়র্ক ইউনিভির্সিটি থেকে প্রকাশিত সালেক খানের লেখা Title Performing the (imagi)nation: A Bangladesh Mise-en-scene নামক বইয়ের ২১৬ পৃষ্ঠায় অমঙ্গলশোভাযাত্রা সম্পর্কে বলা আছে- People Marching in the parade also carry paiper mache portrits Depicting mythical figures and animals. These caracters Are taken from Hindu puja and rituals.
    অর্থাত অমঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন মূর্তিগুলো হিন্দুদের পূজা অনুষ্ঠান থেকে ব্যবহার করা হয়েছে।
    অপরদিকে, অমঙ্গল শোভাযাত্রায় যে `যাত্রা‘ শব্দটি ব্যবহার করা হচ্ছে, তারও হয়েছে একটি বিশেষ ধর্মীয় অর্থ। উইকি বলছে ইংরেজীতে বলা হয় Yatra, সংস্কৃতি ভাষায় বলে यात्रा, আমরা বাংলায় লিখি যাত্রা। Yatra কাকে বলে, এ সংজ্ঞায় উইকিপিডিয়াতে বলা আছে-
    Yātrā (Sanskrit: यात्रा, 'journey', 'procession'), in Hinduism and other Indian religions, generally means pilgrimage to holy places such as confluences of sacred rivers, places associated with Hindu epics such as the Mahabharata and Ramayana, and other sacred pilgrimage sites
    (https://en.wikipedia.org/wiki/Yatra)
    অর্থাত Yatra বা যাত্রা শব্দটি ব্যবহৃত হয় হিন্দুদের কোন ধর্মীয় কার্যে গমন অর্থে।
    এত আলোচনার পরও যদি কেউ বলে অমঙ্গলশোভাযাত্রা অসাম্প্রদায়িক অনুষ্ঠান, তবে আমি বলবো, ঐ ব্যক্তি নিজেই একজন উগ্র সাম্প্রদায়িক, যারা মিথ্যা বলে মুসলমানদের উপর জোর করে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চায়।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728