সরকার কেন টিভি মিডিয়াকে উতসাহিত করে এবং স্যোশাল মিডিয়াকে নিরুতসাহিত করে ?
সরকার কখনই চায় না মানুষ স্যোশাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে আকৃষ্ট হোক। শুধু সরকার নয় সম্রাজ্যবাদীরাও একই জিনিস চায়। এর কারণ টিভি হচ্ছে বিশ্বাস ইনপুটের ওয়ানওয়ে সিস্টেম, কিন্তু ইন্টারনেট বা স্যোশাল মিডিয়া হচ্ছে বিশ্বাস ইনপুটের আদান-প্রদান সিস্টেম।
টিভিতে যা দেখানো হয়, একজন দর্শককে সেটা চোখ বন্ধ করে মেনে নিতে, যাচাই-বাছাইয়ের সুযোগ থাকে না। কিন্তু স্যোশাল মিডিয়ায় পাওয়া সংবাদকে একজন পাঠক যাচাই-বাছাইয়ের সুযোগ পায়, এবং নিজের মতামতও প্রদান করতে পারে, এতে অধিকাংশ ক্ষেত্রে আসল গোমর লুকিয়ে রাখা সম্ভব হয় না, সত্যটা বেরিয়ে পড়ে। এতে দেশের জনগণ সচেতন হয়ে ওঠে।
একজন্য বাংলাদেশ ও পশ্চিমাবিশ্বে সিস্টেমগুলো কিন্তু সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশে টিভি হচ্ছে সহজলভ্য, মাত্র ২০০ টাকা দিয়ে সবগুলো চ্যানেল দেখা যায়, কিন্তু ইন্টারনেট হচ্ছে মূল্যবান। এক গিগা কিনতে বহু কাঠখড় পোড়াতে হয়। অপরদিকে পশ্চিমা বিশ্বে সিস্টেম সম্পূর্ণ ভিন্ন। সেখানে প্রতি চ্যানেলের জন্য আলাদা পে করতে হয়, অপরদিকে অধিকাংশ ক্ষেত্রে ইন্টারনেট ফ্রি, টাকা দিলেও খুব কমই দিতে হয়। সম্রাজ্যবাদীরাই এই সিস্টেম জিয়িয়ে রাখছে, কারণ তারা চায় না জনগণ সচেতন হোক। জনগণ সচেতন হলেই তারা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না।
সম্প্রতি বাংলাদেশের ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে। সরকার ইন্টারনেটের দাম বড়িয়ে রেখেছে, ইন্টারনেট শ্লো করে দিচ্ছে মাঝে মধ্যেই, মাঝে মাঝে ফেসবুক বন্ধ করে দিতে পারে বলে খবরও আসছে। অপরদিকে কথিত গংগীর অজুহাত দিয়ে জনগণ যেন টিভির দিকে মনোযোগী হয় সে জন্য `টিভি না থাকলে গংগী‘ বলে উদ্ভট গপ্প শোনাচ্ছে।
বলাবাহুল্য, একজন পুলিশের আইজিপির জন্য এটা যে কত বড় গণ্ডমূর্খ সূচক কথা তা আপনি নিজে চিন্তা করলেই বুঝতে পারবেন। ছোটবেলায় আমাদের অনেকের বাসায় বাবা টিভি কিনে দিতো না, কারণ ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে কিংবা পড়ালেখায় খারাপ করবে বলে। বিষয় সম্পূর্ণ মূল্যবোধের সাথে সম্পৃক্ত, অথচ সরকার সম্পূর্ণ ভিন্ন পথে গিয়ে বলছে- টিভি না থাকলে গংগী !!!
পুলিশ আইজিপি‘র এ ধরনের মূর্খতাসূচক কথার মূল কারণ সরকার চায় জনগণ যে বোবা-বোধির হয়ে থাকুক, এতে তারা নির্ভিঘ্নে লুটপাট, কিংবা ভারতের কাছে দেশ বিক্রির কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments