সমস্ত ইসলামী মুফতি মুহাদ্দিসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোর করে মুসলমানদের বৈশাখীপূজা ও অমঙ্গলযাত্রা করাচ্ছে সরকার ।
বৈশাখীপূজা ও অমঙ্গলপূজার বিরুদ্ধে বলছে সমস্ত ইসলামী সংগঠনগুলো। অনেক ইসলামবেত্তা এসব পূজার বিরুদ্ধে ফতওয়াও দিয়েছেন। বলছেন- ইসলামে বৈশাখী পূজা ও অমঙ্গলপূজা নিষিদ্ধ, আমরা এটা করবো না।” কিন্তু তারপরও সমস্ত ইসলামী মুফতি মুহাদ্দিসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোর করে মুসলমানদের বৈশাখীপূজা ও অমঙ্গলযাত্রা করাচ্ছে সরকার ।
অথচ হিন্দু পুরাহিতরা যদি আজকে বলতো- অমুক বিষয়টি আমাদের ধর্মে নিষিদ্ধ, আমরা তা পালন করবো না”, তবে কি সরকার তা জোর করে করাতে পারতো ??? কখনই না।
ভিডিওতে দেখুন- সরকার প্রধান গেছেন জন্মাষ্টমী অনুষ্ঠানে। সেখানে হিন্দু নারীদের উত্তরাধিকার আইনের কথা উঠেছে। হিন্দু নারীরা তাদের ধর্ম অনুসারে সম্পত্তির উত্তরাধিকার হয় না, এতে তাদের অনেক কষ্ট হয়। এটা নিয়ে সরকার বেশ কয়েকবার আইন পাশ করতে গেছে, কিন্তু হিন্দু নেতাদের প্রতিবাদের মুখে সরকার পিছু হটেছে। তারপরও শেখ হাসিনা কি সুন্দর করে হিন্দু ধর্মীয় নেতাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলছে- আপনারা আইনটি আপনাদের ধর্মমতে তৈরী করে দেন, আমরা পাশ করে দেবো।” অর্থাৎ সরকার হিন্দু ধর্মের বিরুদ্ধে গিয়ে কোন আইন পাশ করবে না।
আমার জানা মতে বাংলাদেশের জনংখ্যার ৪-৫% হিন্দু। এই সামান্য হিন্দু ও তাদের ধর্মের প্রতি আওয়ামী সরকারের যে শ্রদ্ধা আছে, তার সিকি ভাগও ৯৫% মুসলমানের জন্য নেই। সত্যিই বিষ্ময়কর।
আরো দেখতে পারেন- নববর্ষ বা নওরোজ কোথা থেকে এলো- https://goo.gl/xF6U6t
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments