বুয়েটে রোজায় ক্লাস : ছাত্রদের প্রতিবাদ, ক্যাম্পাস গেটে তালা, ক্লাস বর্জন
বুয়েটে রোজায় ক্লাস ফেলানোর প্রতিবাদে ছাত্ররা গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। ছাত্রদের একটাই দাবী " রমজানে মধ্যে ১৫ ঘন্টা রোজা রেখে আমরা ক্লাস করবো না। "
গতকাল রবিবার বুয়েটের স্যারেরা মিটিং এ বসে রমজানে ক্লাস হওয়ার ব্যাপারে। সিদ্ধান্ত হয় রমজানে ক্লাস চালিয়ে যাওয়ার ব্যাপারে। এতে প্রতিবাদে ফেটে পড়ে বুয়েটের ছাত্ররা। দুপুরেই ছাত্ররা একত্র হয়ে গেটে তালা লাগিয়ে দেয়। ক্লাস, ক্লাস পরীক্ষা, কুইজ, ল্যাব সব বর্জন করে। আজ সোমবার বুয়েট ক্যাম্পাস বন্ধ ছিল। দাবী না মানা পর্যন্ত গেট খুলে দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেয় ছাত্ররা।
মন্তব্য : বুয়েটের মেধাবীরা পারলে সারা বাংলাদেশের ছাত্র সমাজ বসে আছে কেন ? তারা কেন রমজানে ক্লাস-পরীক্ষা বর্জনে আন্দোলন করছে না ??
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments