প্রাণীর প্রতিকৃতি ছাড়া কি ভাস্কর্য নির্মাণ করা যায় না ??
আমাদের ভাস্কর্য শিল্পীদের মাথায় একটা বিষয় বদ্ধমূল হয়েছে, ভাস্কর্য মানেই বোধহয় প্রাণীর প্রতিকৃতি, মানুষের আকৃতি। আমার মনে হয় এই ধারণা থেকে তাদের বের হয়ে আসা উচিত।
একজন শিল্পী কিন্তু শিল্প নির্মাণ করে মানুষের জন্য। তার শিল্পটি স্বার্থক তখনই হয়, যখন সেটা দর্শকের প্রাণের ভালো লাগার স্থান করে নেয়। কিন্তু আজকালকার শিল্পীদের মনমানসিকতা সম্পূর্ণ ভিন্ন। তারা গণমানুষের চিন্তাধারায় আঘাত করতেই বোধ হয় বেশি পছন্দ করেন।
গতকালকে ডিবিসি টিভিতে একটা টকশো দেখছিলাম, সেখানে চারুকলার ডিন নিসার হোসেন কথায় কথায় বলছিলো- হেফাজত ভাস্কর্যের বিরোধীতা করেছে, হেফাজতকে দমন করতে ১০ মিনিট লাগে।
আমি তার কথা শুনে তাজ্জব হয়ে গেলাম !! এক শিল্পীর যদি এ ধরনের মানসিকতা থাকে যে তার শিল্পকে সাধারণ মানুষের মধ্যে প্রবেশ করাতে প্রয়োজনে বন্দুকের ব্যবহার করতে হবে তবে বিষয়টি কি দাড়ালো ? এটা শিল্পীর মানসিকতা নাকি গুন্ডার মানসিকতা ?
একজন শিল্পী তো তখনই শিল্পী হয়ে উঠে, যখন সে তার শিল্প দ্বারা সাধারণ মানুষের অন্তরে প্রবেশ করতে পারে। একজন শিল্পী যাদের জন্য শিল্প বানাচ্ছে সেই সাধারণ মানুষই যদি রিয়্যাক্ট করে বসে তবে শিল্পে সাফল্য কোথায় ? আপনার সম্পর্কে কেউ খারাপ ধারণা রাখে, এখন আপনি যতই তাদের পোলাও-মাংশ রান্না করে খাওয়ান তার কাছে কি আদৌ ভালো লাগবে ? সে তো খাবেই না।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, শুধু মুসলমান বলবে ভুল হবে, আপনি গ্রাম-গঞ্জে গিয়ে দেখবেন সেখানকার মানুষগুলো অনেক বেশি প্র্যাকটিসিং মুসলমান। এ মানুষগুলো ধর্মগ্রন্থে প্রাণীর মূর্তির বিরুদ্ধে অনেক বক্তব্য পেয়েছে। এখন আপনি কেন তার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে জোর করে আপনার গদবাধা চিন্তাধারাকে তাকে গেলাতে চাচ্ছেন ? আপনি দেখি আরো বড় মৌলবাদী !!
পৃথিবীর অনেক দেশেই প্রাণীর প্রতিকৃতি ব্যাতিত ভাস্কর্য আছে। গাছ-ফুল-লতা-পাতা-প্লেন-রকেট-কম্পিউটার অনেক কিছুর আকৃতিতেই ভাস্কর্য বানানো যায়। বাংলাদেশেও প্রাণীর প্রতিকৃতিবিহীন ভাস্কর্য আছে। যেমন- মতিঝিল শাপলা চত্বর, গুলিস্তান মোড়ের ভাস্কর্য, বিজয় স্মরণীর প্লেন, ঠাকুরগাওয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, এগুলো বিরোধীতা কি কেউ কখন করেছে ? কখনই না। শুধু যে প্রাণীর প্রতিকৃতি দিয়ে ভাস্কর্য বানাতে হবে এমন তো কোন কথা নাই। একজন শিল্পীর অবশ্যই সে ক্ষমতা থাকা উচিত, যা দিয়ে সে প্রাণীর প্রতিকৃতি ব্যতিত মনের ভাব প্রকাশ করতে পারেন। চেষ্টা করলে অবশ্যই সে ধারণা আসবে।
আমি বাংলাদেশের ভাস্কর্য শিল্পীদের বলবো, আপনারা গণমানুষের অনুভূতির কথা চিন্তা করেই ভাস্কর্য বানান। আপনার বদ্ধমূল ধারণাকে জোর করে জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। শিল্পই তখন ঘৃণার বিষয়বস্তু হয়ে যাবে। তাই সাবধান।
মনে রাখবেন শিল্প‘র কাজ জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া। মারামারি-কাটাকাটি সৃষ্টি করে পিছিয়ে দেয়া নয়।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
I live in Thakurgaon. This murti are made by ESDO. An agent of Christia. The founder Name is Dr. Sahidujjaman. U can visit their web site. I am the same person that i commented in ur some post about arif azad.
ReplyDelete