‘সরকারি ছুটির দিনে কথিত মা দিবস পালনের অর্থ ‘মা’ নামক পবিত্র সত্ত্বাকে অপমান করা
কথিত মা দিবস কিন্তু তারিখ হিসেবে ফিক্সড নয়। একের বছর একের দিন পরে। মে মাসের দ্বিতীয় রবিবার কথিত মা দিবস পালন করা হয়। এ বছরে আজকে রবিবার হচ্ছে কথিত মা দিবস। পশ্চিমা দেশগুলোকে (খ্রিস্টানদের ধর্মীয় বিশেষ দিন) রবিবার হচ্ছে ছুটির দিন, তাই তারা ছুটির দিনটিকে বেছে নিয়েছে ‘মা’ দিবস পালন করার জন্য। একই রকম হচ্ছে কথিত বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার তারা এ দিনটি পালন করে।
একটু চিন্তা করুন, ছুটির দিন তারা মায়ের খোজ নেবে, বাবার খোজ নেবে ? কেন??
ছুটির দিন ব্যতিত অন্য কোন দিন কি নেয়া যায় না ?
তারমানে চাকুরী, ক্যারিয়ার হচ্ছে উপরে
আর মা হচ্ছে সবকিছুর নিচে।
সোজাভাষায়-
‘আগে কাজ, পরে মা’- এটাই হচ্ছে কথিত ‘মা দিবস’ সৃষ্টিকারীদের মূলনীতি।
যে দিবস পালন করলে মায়ের উপর চাকুরী আর ক্যারিয়ার অবস্থান থাকে,
সে দিবস পালন করা মানেই মা নামক পবিত্র সত্ত্বাকে অপমান করা।
এই দিবসটি বর্জন করুন, এতেই মাকে প্রকৃত সম্মান দেওয়া হবে।
---------------------------------------------------
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments