Header Ads

ad728
  • Breaking News

    ১৯৭১ এ শান্তি কমিটির মেম্বার এসকে সিনহার তবে কি হবে?


    খবর-
    সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থীরা বিচারপতি হতে পারবেন না’

    সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থীরা বিচারপতি হতে পারবেন না বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের নীতিমালা নিয়ে করা রিটের রুল নিষ্পত্তি করে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে। এ রায়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে সাতটি যোগ্যতা নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট। যে কয়টি বিষয় নিয়োগের সঙ্গে সম্পৃক্ত থাকবে, তার একটিতে বলা আছে, কোনও ব্যক্তি ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই জাতির স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই চেতনার প্রতি অকৃত্রিম আনুগত্য রয়েছে, তিনি বিচারপতি হতে পারবেন। কোনও ব্যক্তির অতীত জীবন এসব নীতি ও চেতনার সঙ্গে যথাযথভাবে মানানসই না হলে, তাকে নিয়োগের জন্য সুপারিশ করা উচিত হবে না।
    (http://bit.ly/2qQ7UkE)

    অথচ, প্রধান বিচারপতি এসকে সিনহা নিজ মুখেই স্বীকার করেছে, সে ১৯৭১ সালে শান্তি কমিটির মেম্বার ছিলো (http://bit.ly/2q61Cy5)। এ আইন অনুসারে এসকে সিনহা কি এখনও প্রধান বিচারপতি পদে থাকার যোগ্যতা রাখে ??


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728