Header Ads

ad728
  • Breaking News

    নারীবাদ বিরোধী রবীন্দ্রনাথ…. (১)


    রবীন্দ্রনাথের লেখা সোনার তরী (১৩০০) কাব্যে আছে একটি কবিতা, যার নাম ‘সোনার বাঁধন’ (১২৯৯) :

    বন্দী হয়ে আছো তুমি সুমধুর স্নেহে
    অয়ি গৃহলক্ষ্মী, এই করুণ ক্ৰন্দন
    এই দুঃখদৈন্যে-ভরা মানবের গেহে।
    তাই দুটি বাহু’পরে সুন্দরবন্ধন
    সোনার কঙ্কন দুটি বহিতে্যুছ দেহে
    শুভচিহ্ন, নিখিলের নয়নানন্দন।
    পুরুষের দুই বাহু কিণাঙ্ক-কঠিন
    সংসারসংগ্রামে, সদা বন্ধনবিহীন;
    যুদ্ধ-দ্বন্দ্ব যত কিছু নিদারুণ কাজ
    বহ্নিবাণ বীজসম সর্বত্র স্বাধীন।
    তুমি বদ্ধ স্নেহ-প্ৰেম-করুণার মাঝে
    শুধু শুভকর্ম, শুধু সেবা নিশিদিন।
    তোমার বাহুতে তাই কে দিয়াছে টানি,
    দুইটি সোনার গণ্ডি, কাঁকন দুখানি।

    কবিতাটি বাস্তবভাবে পড়লে বোঝা যায় যে একটি স্বাধীন দেবীকে বন্দী করা হয়েছে বা বেঁধে ফেলা হয়েছে, বাঁধনটি অবশ্য সোনার। বন্দী ওই দেবীর কোনো দুঃখ আছে কিনা, তাতে কবির উৎসাহ নেই; তাকে যে বন্দী করা গেছে, এটাই বেশ স্বস্তিকর। এতে স্তব করা হচ্ছে শেকলটিরই। নারী বন্দী, বন্দীত্বই তার সুখ। পুরুষ স্বাধীন বীর, সব সময় সংগ্ৰাম করে চলছে; পুরুষ এতোই বীর যে সে বন্ধনহীন দেবীকেও বেঁধে ফেলেছে। এখন দেবীর কাজ শুধু ‘শুভকর্ম, শুধু সেবা নিশিদিন’।

    তিন বছর পরে লেখা ‘মানসী’ (১৩০২) কবিতায় রবীন্দ্রনাথ আরো বলে :

    শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী!
    পুরুষ গড়েছে তোরে সৌন্দৰ্য সঞ্চারি
    আপন অন্তর হতে। বসি কবিগণ
    সোনার উপমাসূত্রে বুনিছে বসন।
    সঁপিয়া তোমার পরে নূতন মহিমা
    অমর করিছে শিল্পী তোমার প্রতিমা।
    কত বর্ণ, কত গন্ধ, ভূষণ কত-না–
    সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা,
    বসন্তের বন হতে আসে পুষ্পভার,
    চরণ রাঙাতে কীট দেয় প্ৰাণ তার।
    লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, দিয়ে আবরণ,
    তোমারে দুর্লভ করি করেছে গোপন।
    পড়েছে তোমার ‘পরে প্রদীপ্ত বাসনা–
    অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা।।

    এ-কবিতায় পুরুষ নারীর দ্বিতীয় বিধাতা, যে অনেক শক্তিশালী প্রথম বিধাতার থেকে। প্রথমটি নারীকে সৃষ্টি করেছে, আর দ্বিতীয়টি সৃষ্টির নামে বন্দী করেছে নারীকে। কবিতাটিতে পুরুষ সক্রিয় : পুরুষ স্রষ্টা, স্থপতি, ভাস্কর, কবি, শিল্পী; নারী নিষ্ক্রিয় : নারী পুরুষের তৈরি মূর্তি; আর সম্ভোগসামগ্ৰী। কবিতাটিতে নারীর বাস্তব অস্তিত্বকেই অনেকটা অস্বীকার করা হয়েছে; নারী ‘অর্ধেক মানবী’, বা অর্ধেক বাস্তব; তার ‘অর্ধেক কল্পনা’ বা অর্ধেক অবাস্তব। (চলবে)


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728