ইসলাম ধর্মের নিয়মনীতি নিয়ে অযথাই উস্কানি দিচ্ছে বিবিসি
মুসলমানদের ধর্মীয় রীতি হচ্ছে চাদ দেখা, কিন্তু সেটা নিয়ে নিউজ করে অযথাই ফেকরা বাধাতে চাইছে বিবিসি।
আবার নিচে দেখুন, পৃথু স্যানাল নামক এক হিন্দু এর মাধ্যমে সিদ্ধান্তে পৌছে গেছে-
মুসলমানরা নাকি বিজ্ঞান মানে না।
কি আজব !
আসলে,
বিজ্ঞান ও ধর্ম তো এক জিনিস নয়। তাই তাদের মধ্যে বিরোধও নেই।
বিজ্ঞান হলো কারো গবেষণালব্ধ ফল, আর ধর্ম হলো বিশ্বাস।
এক বিজ্ঞানী এসে পূর্বের বিজ্ঞানীর গবেষণাকে ভুল বা আধোমিথ্যা প্রমাণ করে, এরপর আগেরজন এসে তার পূর্বেকার গবেষণাকে ফের সংশোধণ করে। বিজ্ঞানের সংশোধনের শেষ নেই। অপরদিকে ধর্ম হচ্ছে নির্দ্দিষ্ট নিয়মনীতি ও প্রথা যা মানুষের বিশ্বাসের সাথে সম্পর্কিত। যে যে ধর্মে বিশ্বাসী, তার নিয়ম-নীতি ও আচার-আচারণ সেই ধর্ম মোতাবেক হয়ে থাকে। দুটোর মধ্যে তুলনা করাই তো বোকামি। কিন্তু একটি অন্যটির বিরুদ্ধে দাড় করিয়ে উদ্দেশ্যমূলকভাবে সংঘর্ষ বাধানো হচ্ছে। ঠিক যেমনটি করে থাকে বর্তমান চেতনাবাদীরা। এরা মুক্তিযুদ্ধকে ধর্মের বিরুদ্ধে দাড় করিয়ে একটি অপরটির সাথে সাংঘর্ষিক করে তুলে এবং কৌশলে ধর্মের বিরুদ্ধে বলে।
কি আজব !
আসলে,
বিজ্ঞান ও ধর্ম তো এক জিনিস নয়। তাই তাদের মধ্যে বিরোধও নেই।
বিজ্ঞান হলো কারো গবেষণালব্ধ ফল, আর ধর্ম হলো বিশ্বাস।
এক বিজ্ঞানী এসে পূর্বের বিজ্ঞানীর গবেষণাকে ভুল বা আধোমিথ্যা প্রমাণ করে, এরপর আগেরজন এসে তার পূর্বেকার গবেষণাকে ফের সংশোধণ করে। বিজ্ঞানের সংশোধনের শেষ নেই। অপরদিকে ধর্ম হচ্ছে নির্দ্দিষ্ট নিয়মনীতি ও প্রথা যা মানুষের বিশ্বাসের সাথে সম্পর্কিত। যে যে ধর্মে বিশ্বাসী, তার নিয়ম-নীতি ও আচার-আচারণ সেই ধর্ম মোতাবেক হয়ে থাকে। দুটোর মধ্যে তুলনা করাই তো বোকামি। কিন্তু একটি অন্যটির বিরুদ্ধে দাড় করিয়ে উদ্দেশ্যমূলকভাবে সংঘর্ষ বাধানো হচ্ছে। ঠিক যেমনটি করে থাকে বর্তমান চেতনাবাদীরা। এরা মুক্তিযুদ্ধকে ধর্মের বিরুদ্ধে দাড় করিয়ে একটি অপরটির সাথে সাংঘর্ষিক করে তুলে এবং কৌশলে ধর্মের বিরুদ্ধে বলে।
আরেকটি কথা, একজন হিন্দু এসে বলে গেলো- মুসলমানরা বিজ্ঞান মানে না।
খুব ভালো কথা।
কিন্তু বর্তমান বিজ্ঞান যে বলছে- পুরুষের সারকামসিশন (খতনা) করা উপকারি এবং না করা ক্ষতিকারক। তাহলে হিন্দুরা কেন খতনা করে না ?
এর দ্বারা কি প্রমাণ হয় না হিন্দুরা বিজ্ঞান মানে না ?
পৃথু স্যানাল নামক নমশূদ্র তো কখন এর উপর স্ট্যাটাস দেয়নি।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments