কাটার মাস্টার মোস্তাফিজ আর আমিরের মধ্য পার্থক্যের অন্যতম কারণ আইপিএল
বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে শুরুর দিকে প্রশ্ন করা হয়েছিলো, “সে কার কাছ থেকে এমন বল করা শিখেছে? উত্তরে মোস্তাফিজ বলেছে- “পাকিস্তানের বোলার মুহম্মদ আমির।”
কিন্তু গত কয়েকদিন আগে, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আর ফাইনালে দেখা গেলো দুই জনের ভিন্ন রুপ। সেমিফাইনালে মোস্তাফিজুর রহমান ভারতীয় বোলারদের কাছে তুলোধুনো হলেন, আর মুহম্মদ আমির একাই গুড়িয়ে দিলেন ভারতীয় ব্যাটিং লাইনআপ (ভিরাট কোহলি, শিখর ধাওয়ান ও রোহিত শর্মার উই কেট নিয়ে)।
আমার মনে হয়েছে, ইনজুরি থেকে ফিরে মুস্তাফিজের জন্য খেলাটা যতটুকু কঠিন, তার থেকে বহু কঠিন ছিলো ৫ বছরের নির্বাসন থেকে মুহম্মদ আমিরের জন্য খেলাটা। তারপরও মুহম্মদ আমির তা পেরেছে। এর কারণ- মোস্তাফিজ আর আমিরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে । পার্থকাটা হলো- মোস্তাফিজ আইপিএল খেলেছে, আর মুহম্মদ আমির আইপিএল খেলেনি।
দেখা গেলো- গত বছর মোস্তাফিজ খেলার পর সানরাইজ হায়দারবাদ চ্যাম্পিয়ন হলো, মোস্তাফিজের কত গুনগান হলো। কিন্তু এ বছর তাকে নিলেও অপমান করে খেলতে নামানো হলো না। কারণ ভারতীয় ক্রিকেট এতটুকু শিওর হয়েছে- মোস্তাফিজের থেকে যতটুকু শেখার দরকার ছিলো ততটুকু শেখা হয়ে গেছে।
অনেকে মোস্তাফিজের ইনজুরিকে দায়ী করতে পারেন। আমি তাদের বলবো, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবেরও কিন্তু একই অবস্থা। অন্য যায়গায় পারলেও ভারতের সাথে খেলতে গেলো সাকিবও গোল্লা খায়।
ভারত যে পলিসিটা অবলম্বন করেছে-
যে ক্রিকেটারকে তাদের জন্য হুমকি বলে মনে হবে তাকেই আইপিএল ডেকে নিয়ে তার গোমরগুলো শিখে নেয়া হবে। সর্বোচ্চ ১০-১৫ কোটি টাকা খরচ হবে, তো কি হয়েছে ? এই বাংলাদেশী সামনে আর ভারতের জন্য ভয়ঙ্কর হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত হারার অন্যতম কারণও হচ্ছে- পাকিস্তানী ক্রিকেটারদের এখন আর আইপিএল- এ ডাকা হয় না।
যে ক্রিকেটারকে তাদের জন্য হুমকি বলে মনে হবে তাকেই আইপিএল ডেকে নিয়ে তার গোমরগুলো শিখে নেয়া হবে। সর্বোচ্চ ১০-১৫ কোটি টাকা খরচ হবে, তো কি হয়েছে ? এই বাংলাদেশী সামনে আর ভারতের জন্য ভয়ঙ্কর হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত হারার অন্যতম কারণও হচ্ছে- পাকিস্তানী ক্রিকেটারদের এখন আর আইপিএল- এ ডাকা হয় না।
ভারতে খেলতে যাওয়ায় এক সময় বাংলাদেশী ক্রিকেটার তাপস বৈশ্য, অলক কাপালি আর ধীমান ঘোষদের নিষিদ্ধ করেছিলো বিসিবি। নতুন করে যদি সেই নিয়ম চালু করা যায় তবেই রক্ষা, নয়ত সামনে ভারতীয় ক্রিকেট দলের সাথে আর জয়লাভ করা সম্ভব হবে বলে মনে হয় না।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments