কোরবানি কম দিয়ে টাকাটা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে দেন : আওয়ামীলীগ অনলাইন টিম
Bangladesh Online Awami Team- BOAT এর প্রচারনামা লাগিয়ে একটি মেসেজ বার বার প্রচার হচ্ছে। যেখানে বলা হচ্ছে, একটি কোরবানি দিয়ে বাকি টাকাটা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল অথবা বন্যার্তদের মাঝে বিলিয়ে দিতে। ইতিমধ্যে এই মেসেজটা আওয়ামীলীগের বহু নেতাকর্মীদের ফেসবুক একাউন্টে ঘুড়ছে। (http://bit.ly/2vG5xmg)
পশু ক্রয় করলে একদিক থেকে যেমন বন্যার্তদের উপকার হয়, অন্যদিকে ঐ পশু কোরবানি ঈদে জবাই করে মানুষের মাঝে বিলিয়ে দিলে গরীবের আরো উপকার হয়। কিন্তু পশু কম কোরবানি দিয়ে সেই টাকা প্রধানমন্ত্রী ত্রাণতহবিলসহ অন্যান্য তহবিলে দিলে সেই টাকা কতটুকু দুর্গতদের মাঝে পৌছাবে সেটা সত্যি চিন্তার বিষয়।
অবশ্য গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলো- “সম্ভব হলে এবার কোরবানি ঈদ এবং কোরবানির উদ্দেশ্যে গরু বা খাসী কেনা নিয়ে একটু ভাববেন। উত্তরের যে এলাকাগুলোতে বন্যা হচ্ছে সেই এলাকাগুলোতে প্রচুর কোরবানি উপযোগী গবাদি পশুও আছে। যারা বিশেষ করে একাধীক কোরবানি দেন, তারা উত্তরের বন্যাকবলিত এলাকা থেকে পশুগুলো ক্রয় করতে পারেন এবং সেইসব স্থানেই কোরবানি করতে পারেন। হঠাৎ বন্যার কবলে পড়া মানুষেরা অনেক উপকৃত হবেন। আমিও তাই করবো ইনশাআল্লাহ।” (http://bit.ly/2fN0Ul8)
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্যটা শুনে আমার গ্রহণযোগ্য মনে হয়েছে, কিন্তু আজকে আওয়ামীলীগ অনলাইন টিমের নামে যে বক্তব্যটা (নাকি এটা কি শেখ হাসিনার বিশেষ নির্দেশনা?) আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রচার করছে সেটার সাথে কিন্তু শাহরিয়ার আলমের বক্তব্যটা বহুলাংশে সাংঘর্ষিক ও ধর্মীয় দিক থেকে আপত্তিকরও বটে। কোনটা আওয়ামীলীগের অফিসিয়াল বক্তব্য সেটা অবশ্যই ঠিক করা উচিত।
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
No comments