শেখ হাসিনা সরকারের বিরোধীতায় আন্তর্জাতিকভাবে হিন্দুদের সমর্থন পাচ্ছে এসকে সিনহা
কয়েকদিন আগে এক বন্ধু এসে আমাকে বললো, সে এক হিন্দু পরিবার চেনে, যে পরিবারের ৬ সদস্যের মধ্যে ৫ সদস্যই সরকারি চাকুরী করে। দুই ভাই, দুই বোন, মা-বাবা। শুধু গৃহিনী মা বাদে বাকি ৫ জন সরকারি চাকরি করে। বাবা অনেক আগেই চাকুরীতে ঢুকেছে। কিন্তু চার ভাই-বোন হঠাৎ করে একসাথে সরকারি চাকুরিতে ঢুকে গেলো।
আমি বললাম- এখন তো সরকারি চাকরীতে বেতন বেশি, ডিমান্ড অনেক। এমন সময়ে কিভাবে ঢুকলো ?
বন্ধু বললো- হিন্দু না.... হিন্দু হলে সরকারি চাকুরী দ্রুত পাওয়া যায়। সরকার হিন্দুদের খুব বিশ্বাস করে।
বন্ধু বললো- হিন্দু না.... হিন্দু হলে সরকারি চাকুরী দ্রুত পাওয়া যায়। সরকার হিন্দুদের খুব বিশ্বাস করে।
আসলে আওয়ামী সরকারের হিন্দুপ্রীতিটা এসেছে, দলনেতা শেখ হাসিনা থেকে। শেখ হাসিনা হিন্দুদেরকে খুব বিশ্বাস করে, এমনকি মুসলমানদের থেকেও হিন্দুদের প্রতি তার বিশ্বাসটা বেশি। এ সম্পর্কে শেখ হাসিনার সাবেক এপিএস মতিয়ুর রহমান রেন্টুর লেখা, ‘আমার ফাঁসি চাই’ বইতে শেখ হাসিনা একটি বক্তব্য পাওয়া যায়, যেখানে শেখ হাসিনা বলে- “মুসলমানরা বেঈমান ও অকৃতজ্ঞ। হিন্দুরা ঈমানদার ও কৃতজ্ঞ। আমি (শেখ হাসিনা) হিন্দুদের উপর ভরসা করতে পারি, বিশ্বাস রাখতে পারি। কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না। ভরসা করা যায় না।”
শেখ হাসিনার দৃষ্টিতে হিন্দু মানেই ভালো, কিন্তু তার সেই বিশ্বাসে আপাতত ফাঁটল ধরিয়েছে এসকে সিনহা। যাকে শেখ হাসিনা হিন্দু বলে প্রধান বিচারপতির পদে বসিয়েছিলো, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, হিন্দুতে কত ধানে কত চাল।
শেখ হাসিনার দৃষ্টিতে হিন্দু মানেই ভালো, কিন্তু তার সেই বিশ্বাসে আপাতত ফাঁটল ধরিয়েছে এসকে সিনহা। যাকে শেখ হাসিনা হিন্দু বলে প্রধান বিচারপতির পদে বসিয়েছিলো, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, হিন্দুতে কত ধানে কত চাল।
যাই হোক, কয়েকদিন আগে আওয়ামীলীগের হিন্দু নেত্রী অপু উকিল বলেছিলো- “এসকে সিনহা হিন্দু নয়। বাংলাদেশের হিন্দুরা এসকে সিনহার সাথে নেই।”
আহ, কি সুন্দর মিথ্যা। আসলে অপুও ধান্ধাবাজ। সে আওয়ামীলীগকে আশ্বস্ত করতে চেয়েছে, “সব হিন্দু এসকে সিনহার মত আওয়ামীবিরোধী নয়।”
কিন্তু আমার দৃষ্টিতে অপু উকিল মানুষকে বিভ্রান্ত করছে।
আহ, কি সুন্দর মিথ্যা। আসলে অপুও ধান্ধাবাজ। সে আওয়ামীলীগকে আশ্বস্ত করতে চেয়েছে, “সব হিন্দু এসকে সিনহার মত আওয়ামীবিরোধী নয়।”
কিন্তু আমার দৃষ্টিতে অপু উকিল মানুষকে বিভ্রান্ত করছে।
সিনহা যতগুলো মন্দির উদ্ভোধন করেছে, অপু উকিল ততগুলো মন্দিরেও যায়নি।
(রায় দেওয়ার পরও মন্দির উদ্বোধন করে একটি মন্দির-http://bit.ly/2wmxa58, এছাড়া আরো মন্দির উদ্বোধন তো আছেই-http://bit.ly/2pBI1oO)
(রায় দেওয়ার পরও মন্দির উদ্বোধন করে একটি মন্দির-http://bit.ly/2wmxa58, এছাড়া আরো মন্দির উদ্বোধন তো আছেই-http://bit.ly/2pBI1oO)
আর সিনহার সাথে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নেই মানে ?
গতকালকে বামপন্থী দাবিকারী আওয়ামীলীগ সাংবাদিক অঞ্জন রায় একটি স্ট্যাটাস দেয়। সে স্ট্যাটাসে বলে- সিনহা বাংলাদেশকে পাকিস্তানের সাথে তুলনা করেছে, আসুন আমরা এর বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে প্রতিবাদে শরীক হই। (পোস্ট লিঙ্ক-http://bit.ly/2vXAxOZ)
গতকালকে বামপন্থী দাবিকারী আওয়ামীলীগ সাংবাদিক অঞ্জন রায় একটি স্ট্যাটাস দেয়। সে স্ট্যাটাসে বলে- সিনহা বাংলাদেশকে পাকিস্তানের সাথে তুলনা করেছে, আসুন আমরা এর বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে প্রতিবাদে শরীক হই। (পোস্ট লিঙ্ক-http://bit.ly/2vXAxOZ)
ব্যস ! এই পোস্টের কমেন্টে হিন্দুরা শুরু করে আওয়ামীলীগকে তুলোধুনো করা। হিন্দুরা শেখ হাসিনার সাথে আছে, নাকি এসকে সিনহার সাথে আছে, তা এই পোস্টে হিন্দুদের কমেন্টগুলো যথেষ্ট-
১) Supriti Dhar : এটা তোমার কাছ থেকে আশা করিনি অঞ্জন। সত্যিই করিনি।
২) Debo Jyoti Roy : আমরা শ্বেতাঙ্গদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, দেশপ্রেম না নিয়ে শুধু ফ্যাশন আর প্রদর্শনবাদটা নেই, তাদের খারাপটাই নেই। তেমনি পাকিস্তানের হিরোইন আর ধর্মান্ধতাটুকুই নিবো। ভালোগুলা কেন নিবো? তাতে আওয়ামীলীগের বিপদ হবে না?
তারা যে শোষক হিসাবে পাকিস্তানেরও থেকেও নিকৃষ্টতর সেটা প্রমাণ হবে না?
৩) Ritan Mohajan : দাদা এগুলো কি করছেন? প্রধান বিচারপতি জুডিসিয়াল ব্যবস্থার প্রতি একটা উসৃংখল দেশের সংসদ দল সরকার এদের মান্যতা, শ্রদ্ধাবোধ কতটুকু সেটাই রেফেরেন্স হিসাবে দেখিয়েছেন। এই প্রথম দুর্দান্ত সাহসের সাথে চরম সত্য গুলো বিচারবিভাগ থেকে কেউ বলেছে। অন্যদলের বিগত সরকার ব্যবস্থাকেওতো উনি অবৈধ বলতে ছাড়েনি। অথচ উনার প্রত্যেকটা শব্দ নিয়ে রাজনীতি করা হচ্ছে। পাকিস্থানের সাথে কুটনইতিক সম্পর্ক ছিন্ন করেছে এই ক্ষমতাসীন সরকার ? খেলাধুলা অফ রেখেছে? কালকে এদেশের কোন প্লেয়ার ভালো খেলার জন্য ওয়াসিম আকরাম কে রেফারেন্স হিসাবে দেখিয়ে দিলে তাকেও একই অবস্থা করা হবে ?
৪) Biswajit Das : দাদা ---পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা বলতে কি বুঝিয়েছেন ? একটা স্বাধীন দেশে সরকারের নীচু স্তর থেকে এমপি - মন্ত্রী এমনকী প্রধানমন্ত্রী পর্যন্ত প্রধান বিচারপতিকে নিয়ে কথা বলে --আপনাদের চোখে পড়ে নাই? কি অদ্ভুত আজ আপনাদের মতো স্বাধীনতচেতা বিবেকবান মানুষ ও সরকারের রাজনৈতিক স্বার্থে ব্যবহার হচ্ছেন । আমরা ভরসার জায়গা কোথায় ----বড় কষ্ট থেকে কথাগুলো লিখলাম।
৫) Tushar Kr Banik এই রাজনৈতিক খেলা খুবই ভয়ানক দাদা। এই প্রথম আপনার কোন পদক্ষেপের সাথে আমি দ্বিমত করলাম। আইনি বিষয় আইনি ভাবেই মোকাবিলা হোক। যেভাবে জনাব এস কে সিনহার ব্যাক্তিগত চরিত্র হননে নেমেছে কিছু মানুষ তাতে সুপ্রিম কোর্টের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে ঈশ্বর জানেন। আজকে দেখলাম পাচ মাস পর উনার অবসরের কথা উল্লেখ করে তাকে হুমকি দেয়া হচ্ছে। উভয় পক্ষই যদি একটু সংযত হতেন তাহলে দেশের জন্য মঙ্গল ই হত।
৬) Debobroto Roy : Dipon uni law r kotha bolesen Pakistan ke support koren ni.
৭) Kajal Das : সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ চামড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।এদের গায়ের চামড়া নাই, ছাল- বাকল সব উঠে গেছে। এদের চামড়া দিন। আওয়ামীলীগ এর নেতা ও কর্মীরা বিচারপতি এস কে সিনহাকে মনিপুরী, মালাউন, ছিঁচকে উকিল, হিন্দু বলে যে সাংস্কৃতিক অগ্রযাত্রা শুরু করেছে, এটি এগিয়ে নিতে তারা আজ সন্ধ্যায় আলোর মিছিল করবে।
৮) Tapas Raj Banik : দাদা আপনাকে এতোদিন যে শ্রদ্ধা করতাম, তার মূল্যটা রাখলেন না! ছি দাদা ছি! পারবেন আপনি ক্রিকেটে বাংলাদেশীদের পাকিস্থান সাপোর্ট থেকে দূরে রাখতে? পারবেন বাংলাদেশের প্রয়োজনে পাকিস্থান থেকে যে জরুরী ভিত্তিতে পেঁয়াজ আসছে, তা আটকাতে? পারবেন না। সৎ সাহসী প্রধান বিচারপতি এস কে সিনহা কিন্তু বাংলাদেশীদের কাছে শ্রদ্ধার পাত্রে পরিণত হয়েছেন। সেই জায়গায় আপনারা এগুলো কি করছেন দাদা? ছি! ছি! ছি!
৯) Prodip Biswas : আপনি ভুল সিন্ধান্ত নিয়েছেন ! মনে রাখা দরকার, বিচারে বিভিন্ন দেশের রেফারেন্স দেওয়ার সুযোগ আছে। Anjan Roy
১০) Sandip Mitra : আওয়ামিলীগ ও তাদের পোনারা প্রধান বিচারপতিকে নিয়ে যে খেলায় মেতেছেন তাদের মনে রাখা উচিত অবৈধ-বিনা ভোটের ক্ষমতা চিরস্হায়ী নয়।
১১) Bipul Baidya আশ্চর্য হলাম!
প্রধান বিচারপতি কি বুঝাতে গিয়ে উদাহারনটা তুলে ধরলেন এতেই আমাদের অতি গনতন্ত্রমনাদের দিল চুরমার হয়ে গেছে!!!
১২) Arunjit K Sutradhar : দাদা আইনের প্রতিটি জায়গায় বিভিন্ন দেশ এবং অবস্থার কোর্ট রেফারেন্স এর উল্লেখ্ আছে । আর একজন বিচারক এর কোন দেশের কোর্ট রেফারেন্স উল্লেখ্ করা তো দোষের কিছু না!
২) Debo Jyoti Roy : আমরা শ্বেতাঙ্গদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, দেশপ্রেম না নিয়ে শুধু ফ্যাশন আর প্রদর্শনবাদটা নেই, তাদের খারাপটাই নেই। তেমনি পাকিস্তানের হিরোইন আর ধর্মান্ধতাটুকুই নিবো। ভালোগুলা কেন নিবো? তাতে আওয়ামীলীগের বিপদ হবে না?
তারা যে শোষক হিসাবে পাকিস্তানেরও থেকেও নিকৃষ্টতর সেটা প্রমাণ হবে না?
৩) Ritan Mohajan : দাদা এগুলো কি করছেন? প্রধান বিচারপতি জুডিসিয়াল ব্যবস্থার প্রতি একটা উসৃংখল দেশের সংসদ দল সরকার এদের মান্যতা, শ্রদ্ধাবোধ কতটুকু সেটাই রেফেরেন্স হিসাবে দেখিয়েছেন। এই প্রথম দুর্দান্ত সাহসের সাথে চরম সত্য গুলো বিচারবিভাগ থেকে কেউ বলেছে। অন্যদলের বিগত সরকার ব্যবস্থাকেওতো উনি অবৈধ বলতে ছাড়েনি। অথচ উনার প্রত্যেকটা শব্দ নিয়ে রাজনীতি করা হচ্ছে। পাকিস্থানের সাথে কুটনইতিক সম্পর্ক ছিন্ন করেছে এই ক্ষমতাসীন সরকার ? খেলাধুলা অফ রেখেছে? কালকে এদেশের কোন প্লেয়ার ভালো খেলার জন্য ওয়াসিম আকরাম কে রেফারেন্স হিসাবে দেখিয়ে দিলে তাকেও একই অবস্থা করা হবে ?
৪) Biswajit Das : দাদা ---পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা বলতে কি বুঝিয়েছেন ? একটা স্বাধীন দেশে সরকারের নীচু স্তর থেকে এমপি - মন্ত্রী এমনকী প্রধানমন্ত্রী পর্যন্ত প্রধান বিচারপতিকে নিয়ে কথা বলে --আপনাদের চোখে পড়ে নাই? কি অদ্ভুত আজ আপনাদের মতো স্বাধীনতচেতা বিবেকবান মানুষ ও সরকারের রাজনৈতিক স্বার্থে ব্যবহার হচ্ছেন । আমরা ভরসার জায়গা কোথায় ----বড় কষ্ট থেকে কথাগুলো লিখলাম।
৫) Tushar Kr Banik এই রাজনৈতিক খেলা খুবই ভয়ানক দাদা। এই প্রথম আপনার কোন পদক্ষেপের সাথে আমি দ্বিমত করলাম। আইনি বিষয় আইনি ভাবেই মোকাবিলা হোক। যেভাবে জনাব এস কে সিনহার ব্যাক্তিগত চরিত্র হননে নেমেছে কিছু মানুষ তাতে সুপ্রিম কোর্টের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে ঈশ্বর জানেন। আজকে দেখলাম পাচ মাস পর উনার অবসরের কথা উল্লেখ করে তাকে হুমকি দেয়া হচ্ছে। উভয় পক্ষই যদি একটু সংযত হতেন তাহলে দেশের জন্য মঙ্গল ই হত।
৬) Debobroto Roy : Dipon uni law r kotha bolesen Pakistan ke support koren ni.
৭) Kajal Das : সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ চামড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।এদের গায়ের চামড়া নাই, ছাল- বাকল সব উঠে গেছে। এদের চামড়া দিন। আওয়ামীলীগ এর নেতা ও কর্মীরা বিচারপতি এস কে সিনহাকে মনিপুরী, মালাউন, ছিঁচকে উকিল, হিন্দু বলে যে সাংস্কৃতিক অগ্রযাত্রা শুরু করেছে, এটি এগিয়ে নিতে তারা আজ সন্ধ্যায় আলোর মিছিল করবে।
৮) Tapas Raj Banik : দাদা আপনাকে এতোদিন যে শ্রদ্ধা করতাম, তার মূল্যটা রাখলেন না! ছি দাদা ছি! পারবেন আপনি ক্রিকেটে বাংলাদেশীদের পাকিস্থান সাপোর্ট থেকে দূরে রাখতে? পারবেন বাংলাদেশের প্রয়োজনে পাকিস্থান থেকে যে জরুরী ভিত্তিতে পেঁয়াজ আসছে, তা আটকাতে? পারবেন না। সৎ সাহসী প্রধান বিচারপতি এস কে সিনহা কিন্তু বাংলাদেশীদের কাছে শ্রদ্ধার পাত্রে পরিণত হয়েছেন। সেই জায়গায় আপনারা এগুলো কি করছেন দাদা? ছি! ছি! ছি!
৯) Prodip Biswas : আপনি ভুল সিন্ধান্ত নিয়েছেন ! মনে রাখা দরকার, বিচারে বিভিন্ন দেশের রেফারেন্স দেওয়ার সুযোগ আছে। Anjan Roy
১০) Sandip Mitra : আওয়ামিলীগ ও তাদের পোনারা প্রধান বিচারপতিকে নিয়ে যে খেলায় মেতেছেন তাদের মনে রাখা উচিত অবৈধ-বিনা ভোটের ক্ষমতা চিরস্হায়ী নয়।
১১) Bipul Baidya আশ্চর্য হলাম!
প্রধান বিচারপতি কি বুঝাতে গিয়ে উদাহারনটা তুলে ধরলেন এতেই আমাদের অতি গনতন্ত্রমনাদের দিল চুরমার হয়ে গেছে!!!
১২) Arunjit K Sutradhar : দাদা আইনের প্রতিটি জায়গায় বিভিন্ন দেশ এবং অবস্থার কোর্ট রেফারেন্স এর উল্লেখ্ আছে । আর একজন বিচারক এর কোন দেশের কোর্ট রেফারেন্স উল্লেখ্ করা তো দোষের কিছু না!
এতগুলো কমেন্টের শেষে তপন চক্রবর্তী নামক এক ভারতীয় হিন্দুর কমেন্ট উল্লেখযোগ্য-
Tapan Chakraborty : Bipodjonok proyas .His role as justice has got support internationally. If anything happens Hasina will be in trouble.
Tapan Chakraborty : Bipodjonok proyas .His role as justice has got support internationally. If anything happens Hasina will be in trouble.
কিন্তু বুঝলেন ?
এক ভারতীয় হিন্দু বলছে- সিনহার প্রতি তাদের আন্তর্জাতিকভাবে সমর্থন আছে। যদি হাসিনা কিছু করে তবে তাকে সমস্যায় পড়তে হবে। তারমানে অপু উকিল মিথ্যাবাদী, হিন্দুরা আন্তর্জাতিকভাবেই আওয়ামীলীগের বিরুদ্ধে লেগেছে, ভারতীয় হিন্দুর কমেন্টই তার প্রমাণ।
এক ভারতীয় হিন্দু বলছে- সিনহার প্রতি তাদের আন্তর্জাতিকভাবে সমর্থন আছে। যদি হাসিনা কিছু করে তবে তাকে সমস্যায় পড়তে হবে। তারমানে অপু উকিল মিথ্যাবাদী, হিন্দুরা আন্তর্জাতিকভাবেই আওয়ামীলীগের বিরুদ্ধে লেগেছে, ভারতীয় হিন্দুর কমেন্টই তার প্রমাণ।
ভাবতে মজাই লাগছে-
যে হিন্দুদের এতদিন আওয়ামীলীগ মাথায় তুলেছিলো, সেই হিন্দুরাই এখন আওয়ামীগকে ক্ষমতা থেকে নামাতে উঠেপড়ে লেগেছে। বাকিটুকু দেখার অপেক্ষা....
যে হিন্দুদের এতদিন আওয়ামীলীগ মাথায় তুলেছিলো, সেই হিন্দুরাই এখন আওয়ামীগকে ক্ষমতা থেকে নামাতে উঠেপড়ে লেগেছে। বাকিটুকু দেখার অপেক্ষা....
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/




No comments